Kolkata Tourist Places: এক টিকিটেই নিক্কো থেকে ইকো পার্ক! বড়দিনের আগে বড় উপহার মন্ত্রী বাবুলের – babul supriyo west bengal tourism minister says one entry pass will allow visitors to enter in kolkata various famous place


‘এক শহর এক টিকিট’। বার বার আলাদা আলাদা জায়গায় টিকিট কাউন্টারে বিরাট লাইনের পিছনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কির দিন এবার শেষ। শহর ঘুরতে বেরলেই এক টিকিটেই কামাল। একবার টিকিট কাটলেই প্রবেশ করা যাবে ইকো পার্ক (Eco Park) থেকে সায়েন্স সিটি (Science City), ভিক্টোরিয়া থেকে নিক্কো পার্ক (Nicco Park) শহরের ২১টি আকর্ষণীয় স্থানে। এমন খবরই শোনালেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আগামী ১৫ ডিসেম্বর থেকে মিলবে এই সুযোগ।

কিভাবে মিলবে এক টিকিটে ২১ জায়গা দেখার সুবিধা?

১৫ ডিসেম্বর থেকে রাজ্যে চালু হচ্ছে এই বিশেষ টিকিট। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এটি আসলে একটি ‘QR কোড বেসড পাস’। নাম ‘সিটি পাস ‘। শহরবাসীর সঙ্গে সঙ্গে ছুটির মরশুমে যারা কলকাতায় ঘুরতে আসেন তাদের জন্য খুবই সুবিধেজনক হতে চলেছে এই ব্যবস্থা। বাংলার পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে এই পাস বুকিংয়ের লিঙ্ক মিলবে। অনলাইনে টিকিট কাটলেই মোবাইলে একটি ইউনিক কিউআর কোড আসবে। সেই QR স্ক্যান করলেই খুলে যাবে শহরের ২১ দর্শনীয় স্থানের (Kolkata Famous Places) গেট। আলাদাভাবে টিকিট কাটার থেকে এভাবে টিকিট কাটলেও দামেও সুবিধা মিলবে বলে পর্যটন দফতর সূত্রে খবর।

Arijit Singh : বিতর্কের মধ্যেই ফের লাখ লাখ টাকার শো, চর্চায় অরিজিৎ সিংয়ের বড়দিনের কনসার্ট

টিকিটের মেয়াদ ও মূল্য

প্রাথমিকভাবে জানা গিয়েছে এই এক পাসে ২১ জায়গা দেখার জন্য একসঙ্গে দিতে হবে ৪৯৫ টাকা। এর জন্য খরচও কম পড়বে। যেমন- নিকো পার্কে ৩০০ টাকার টিকিট ২৫ টাকায় পাওয়া যাবে। তবে এই ২১টি জায়গার মধ্যে কোনটি কেউ দেখতে না চাইলে বাছাই করারও সুবিধে রয়েছে। সেক্ষেত্রে কোন কোন জায়গা কেউ দেখতে চাইছে তার উপর টিকিটের দাম নির্ধারণ হবে। মেয়াদ সাত দিন।

Kolkata Metro: শীঘ্রই শুরু হবে জোকা-তারাতলা মেট্রো, দেখে নিন ভাড়ার তালিকা

এক পাসে যাওয়া যাবে কোন কোন জায়গায়?

বাবুল সুপ্রিয় জানিয়েছেন আপাতত এই এক টিকিটের আওতায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) , ইন্ডিয়ান মিউজিয়াম (Indian Museum), নেতাজি ভবন, নেহরু চিলড্রেন মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, সায়েন্স সিটি (Science City), রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ (Nazrul Tirtha) , আলিপুর মিউজিয়াম, কলকাতা পোর্ট ম্যারিটাইম মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, সায়েন্স সিটি, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম, ইকোপার্ক, আলিপুর মিউজ়িয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়া, কলকাতা পুলিশ মিউজিয়াম সহ আরও কিছু জায়গা। উল্লেখ্য, এই পাসে এখনও অন্তর্ভুক্ত নয় আলিপুর চিড়িয়াখানা। ভবিষ্যতে তাও যুক্ত হতে পারে এতে।

3D Taramandal Howrah: প্রথম দিনেই হাউসফুল, থ্রিডি তারামণ্ডল ঘিরে উৎসাহ তুঙ্গে

১৫ ডিসেম্বর উদ্বোধন হলে এই পাসের। ঘটনাচক্রে ওই দিন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়র জন্মদিনও (Babul Supriyo Birthday)।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *