বিচ্ছেদের পরেই ছেলের সব দেখভালের দায়িত্ব মা-বাবা হিসেবে সমানে সমানে ভাগ করে নেবেন বলে কথা দিয়েছিলেন মালাইকা আরোরা (Malaika Arora) এবং আরবাজ খান (Arbaaz Khan)। শীতের ছুটিতে বিদেশ থেকে মুম্বইয়ে ফিরলেন আরহান আর সেখানেই আরহানকে (Arhaan) এয়ারপোর্টে (Mumbai Airport) ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিলেন মালাইকা-আরবাজ। গেট থেকে বেরিয়েই মা-বাবা দেখে আনন্দে ঝলমল করে ওঠেন আরহান। ২০১৭ সালে আইনিভাবে পথ আলাদা হয়ে যায় মালাইকা-আরবাজের। কিন্তু আরহানের হাত ধরে সারা জীবনই এক সুতোয় বাঁধা হয়ে থাকবেন তাঁরা।