![](https://khaboreprakash.com/wp-content/uploads/2022/12/6-2.jpg)
স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়া রেল স্টেশনের (Purulia Railway Station ) ঢোকার মুখে একটি গাছে সকাল থেকেই লক্ষ্য করা যায় ওই যুবককে। প্রধানমন্ত্রীকে (Prime Minister) দেখতে চেয়ে এবার একেবারে গাছের মগ ডালে চড়ে বসে এক যুবক। যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁকে দেখতে সকালে ভিড় জমিয়ে ফেলেন প্রচুর মানুষ। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ-ই নয়, গাছের মগ ডালে থেকে একের পর এক দাবি জানাতে থাকে সে। স্থানীয় বাসিন্দারা অনেকেই তাঁকে গাছ নিচে নেমে আসার আবেদন করলেও রাজি হননি ওই যুবক। গাছের উপরে বসেই একের পর এক দাবি ছুঁড়ে মারেন অগুনতি দর্শকের দিকে। পুরো বিষয়টি অল্প কিছুক্ষণের মধ্যেই তামাশার বিষয় হয়ে ওঠে। এরপরেই স্থানীয় কিছু বাসিন্দা স্থানীয় থানা ও দমকলে খবর দেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।
ঘটনাটি ঘটেছে যেহেতু একবারে পুরুলিয়া রেল স্টেশনের (Purulia Railway Station) ঢোকার মুখে ঘটে, সে কারণে ওই যুবকের এমন কীর্তি কলাপ দেখতে স্টেশনে যাওয়ার সময় প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল কর্মী, রেল পুলিশ ও পুরুলিয়া সদর থানার পুলিশ। তাঁকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন তারা। পরে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্স এর কর্মীরা। তাঁরা ওই গাছের নিচে একটা জাল পেতে এবং ওই যুবকের সঙ্গে কথা বলে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে নামানোর চেষ্টা করে।
শীতের শুরুতে কয়েক ঘন্টা গলদঘর্ম প্রচেষ্টার পর অবশেষে প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় ওই যুবককে নিচে নামাতে সক্ষম হয় যায়। সিভিল ডিফেন্স, দমকল বাহিনী, সদর থানার পুলিশ ও রেল পুলিশের যৌথ চেষ্টায় তাঁকে গাছ থেকে নামানো সম্ভব হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ (Railway Police)। তবে গোটা ঘটনায় অফিস টাইমে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বর জুড়ে।