Rashid Khan : মত্ত অবস্থায় আটক রশিদ খানের গাড়ি চালক, পুলিশি হেনস্থার অভিযোগ – pandit rashid khan bengali musician and wife allegedlly heckaled by kolkata police here is the details
সংগীতশিল্পী রশিদ খান (Rashid Khan) এবং তাঁর স্ত্রীকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাঁদের গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে খবর। পালটা পুলিশের অভিযোগ, রশিদ খানের গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। থানায় দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে রশিদ খানের স্ত্রীর বিরুদ্ধেও। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলছে দোষারোপ, পালটা দোষারোপ।

সূর্যকান্তের স্ত্রীর নামে আদালতে চার্জশিট
ঠিক কী ঘটেছিল?

 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। চিংড়িঘাটা হলে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন সংগীতশিল্পী রশিদ খানের (Rashid Khan) গাড়ির চালক। সেই সময় তাঁর গাড়ি আটকায় বেলেঘাটা ট্রাফিক পুলিশ কর্মীরা (Beleghata Traffic Police)। ব্রেথ অ্যানালাইজার টেস্টে চালকের শরীরে অ্যালকোহলের মাত্রা ধরা পড়ে। এরপরই প্রগতি ময়দান থানায় আটক করে নিয়ে যাওয়া হয় রশিদ খানের চালক ও ম্যানেজার। পুলিশের অভিযোগ, থানার মধ্যে অভব্য আচরণ করেছেন ম্যানেজার এবং গাড়ির চালক। এমনকী গাড়ির সঠিক কোনও কাগজও দেখাতে পারেননি তাঁরা। জানানো হয়, গাড়িটি উস্তাদ রশিদ খানের স্ত্রীর নামে। এরপরই সস্ত্রীক রশিদ খানকে প্রগতি ময়দান থানায় ডেকে পাঠানো হয়। দু’জনেই মধ্যরাতে থানায় পৌঁছন। পুলিশের অভিযোগ, রশিদ খানের স্ত্রীর পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক জুড়ে দেন।

Mamata Banerjee : SSKM-এ চিকিৎসককে মারধর! মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশি গাফিলতি
কী অভিযোগ রশিদ খানের স্ত্রীর?

পালটা পুলিশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ তুলেছেন উস্তাদ রশিদ খানের স্ত্রী (Rashid Khan Wife)। তাঁর বক্তব্য, “মঙ্গলবার রশিদ খানের একটি শো ছিল। শো শেষে তাঁকে বাড়িতে ছেড়ে দিয়ে আমাদের গাড়ির চালক ও ম্যানেজার বাকি মিউজিশিয়ানদের নিয়ে বিমানবন্দরে ছেড়ে আসার জন্য রওনা দেন। বিনয় মিশ্র নামে আমাদের দলের হারমোনিয়াম বাদককে বিমানবন্দরে ছাড়তে যাওয়ার সময় চিংড়িঘাটার কাছে গাড়িটি আটকানো হয়। বাকি গাড়িগুলির চালকদের থেকেও টাকা চাওয়া হচ্ছিল। আমাদের ড্রাইভারের থেকেও নগদ টাকা চাওয়া হয়। এরপর ব্রেথ অ্যানালাইজার টেস্ট হয়। সেখানে ৫৬.৭ শতাংশ অ্যালকোহল ধরা পড়ে। এরপর গাড়ির চলক ও ম্যানেজারকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। লাইসেন্স কেড়ে নেওয়া হয়। গাড়ির কাগজ চাওয়ার নাম করে হেনস্থা করেছে পুলিশ।” রশিদ খানের স্ত্রীর আরও অভিযোগ, “রাত ৩টে ৪০ মিনিট নাগাদ আমাদের থানায় ডেকে পাঠানো হয়। আমি থানায় গেলে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। আমার ড্রাইভারের মেডিক্যাল টেস্ট করানোর দাবি করা হলেও কোনও রিপোর্ট দেখানো হয়নি। এরপর উস্তাদ রশিদ খানকেও ডেকে পাঠানো হয়। তিনি ভোর পৌনে ৪টে নাগাদ প্রগতি ময়দান থানায় পৌঁছন। আজ আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম সং-এর রেকর্ডিং ছিল। রাতের বেলায় থানা পুলিশ করতে গিয়ে রশিদ খানের গলা বসে গিয়েছে। সমস্যায় পড়ে গিয়েছেন উনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *