গত সপ্তাহে হিঙ্গলগঞ্জে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গ্রামে বাঘ ঢুকে পড়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে বন দপ্তরের লোকজন এলাকায় পাহারা দিচ্ছেন।
হাইলাইটস
- জঙ্গল পেরিয়ে জাল টপকে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ।
- জঙ্গল থেকে কুঁড়েখালি নদী পেরিয়ে সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি।
- সামশেরনগরে গত সপ্তাহে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে জঙ্গলে ফিরলেও বাঘটিকে রাতের দিকে জঙ্গলের ধারে জালের পাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পাছে বাঘটি ফের লোকালয়ে চলে আসে, তাই স্থানীয়দের সঙ্গে নিয়ে বন দপ্তরের লোকজন এলাকায় পাহারা দিচ্ছেন।
প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে গত মঙ্গলবার কালীতলা পঞ্চায়েতের পারঘুমটির পাশের গ্রাম সামশেরনগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে এই ঝিঙাখালি জঙ্গল লাগোয়া বনবিবি মন্দিরে পুজোও দেন তিনি। মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে খানিক দূরেই, পাশের গ্রাম পারঘুমটিতে এ দিন বাঘ এসেছিল।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ