Royal Bengal Tiger : সেই সামশেরনগরের কাছে ঢুকল বাঘ – hingalganj royal bengal tiger entered in the area
Produced by Suman Majhi | Ei Samay | Updated: 7 Dec 2022, 11:31 am

 

গত সপ্তাহে হিঙ্গলগঞ্জে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গ্রামে বাঘ ঢুকে পড়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে বন দপ্তরের লোকজন এলাকায় পাহারা দিচ্ছেন।

 

 

Royal Bengal Tiger
বাঘ

হাইলাইটস

  • জঙ্গল পেরিয়ে জাল টপকে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ।
  • জঙ্গল থেকে কুঁড়েখালি নদী পেরিয়ে সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি।
  • সামশেরনগরে গত সপ্তাহে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সময়, হিঙ্গলগঞ্জ: জঙ্গল পেরিয়ে জাল টপকে লোকালয়ে ঢুকে পড়ল বাঘ। হিঙ্গলগঞ্জের পারঘুমটি গ্রামে। এই পারঘুমটি গ্রাম সামশেরনগরের পাশেই। যে সামশেরনগরে গত সপ্তাহে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন গ্রামে বাঘ ঢুকে পড়ার খবরে চাঞ্চল্য ছড়ায়। কালীতলা পঞ্চায়েতের পারঘুমটি গ্রামের উল্টো দিকেই সুন্দরবনের ঝিঙাখালি জঙ্গল। মাঝখানে কুঁড়েখালি নদী। জঙ্গল থেকে কুঁড়েখালি নদী পেরিয়ে সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি। বাঘটি একটি ছাগল ধরে খাচ্ছিল। গ্রামবাসীরা তা দেখতে পেয়ে বাজি-পটকা ফাটিয়ে, টিন বাজিয়ে বাঘ তাড়াতে নেমে পড়েন। গ্রামবাসীদের তাড়ায় শিকার ফেলে রেখেই কুঁড়েখালি নদী পেরিয়ে বাঘ ফের ঝিঙাখালি জঙ্গলে ফিরে যায়।

Crocodile in Ganga River : তুফানগঞ্জে এবার কুমির আতঙ্ক, ভয়ে কাঁটা গ্রামবাসীরা
তবে জঙ্গলে ফিরলেও বাঘটিকে রাতের দিকে জঙ্গলের ধারে জালের পাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পাছে বাঘটি ফের লোকালয়ে চলে আসে, তাই স্থানীয়দের সঙ্গে নিয়ে বন দপ্তরের লোকজন এলাকায় পাহারা দিচ্ছেন।

 

Nilgai Recover : ইসলামপুরে লোকালয় থেকে উদ্ধার নীলগাই
প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগে গত মঙ্গলবার কালীতলা পঞ্চায়েতের পারঘুমটির পাশের গ্রাম সামশেরনগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে এই ঝিঙাখালি জঙ্গল লাগোয়া বনবিবি মন্দিরে পুজোও দেন তিনি। মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে খানিক দূরেই, পাশের গ্রাম পারঘুমটিতে এ দিন বাঘ এসেছিল।

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *