Saigal Hossain : সেহগলের দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি – ed seized 1.5 crore property of anubrata mondal aid saigal hossain
Produced by Suman Majhi | Ei Samay | Updated: 7 Dec 2022, 10:36 am

 

গোরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অনুব্রত মণ্ডলের প্রাক্তন ঘনিষ্ঠ দেহরক্ষী সেহগল হোসেনের মোট ১ কোটি ৫৮ লক্ষ ৪৭ হাজার ৪৯০ টাকার ৩২টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

 

 

Saigal Hossain
সেহগলের দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

হাইলাইটস

  • গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন ঘনিষ্ঠ দেহরক্ষী সেহগল হোসেনের প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
  • এই সম্পত্তি সেহগল ও তাঁর পরিবারের সদস্যদের বলে দাবি ইডির।
  • এই মামলায় ইডি এখনও পর্যন্ত 20 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
এই সময়: গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন ঘনিষ্ঠ দেহরক্ষী সেহগল হোসেনের প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে, মোট ১ কোটি ৫৮ লক্ষ ৪৭ হাজার ৪৯০ টাকার ৩২টি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে। এই সম্পত্তি সেহগল ও তাঁর পরিবারের সদস্যদের বলে দাবি ইডির।

Sukanya Mondal : গরহাজির, ইডি-র কাছে সময় চান সুকন্যা
গোরু পাচার মামলায় ২০২০-এর সেপ্টেম্বরে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল তারা। এই মামলায় মূল অভিযুক্ত এনামুল হক, প্রাক্তন বিএসএফকর্তা সতীশ কুমার এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগলকে গ্রেপ্তার করেছিল ইডি। বর্তমানে তিনজনেই রয়েছেন দিল্লিতে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে। গোরু পাচারে সিবিআই অনুব্রতকে গ্রেপ্তার করলেও এখনও তাঁকে নিজেদের হেফাজতে পায়নি ইডি। এই মামলায় ইডি এখনও পর্যন্ত ২০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *