
এই সময়: ভেঙে পড়ে রয়েছে দোলনা থেকে স্লিপার। ঘাসের অবস্থা দেখেই বোঝা যায়, দীর্ঘদিন ছাঁটাই হয়নি। বসার জায়গাগুলির অবস্থাও তথৈবচ। নেই পর্যাপ্ত আলোও। এ ছবি কোনও গ্রামীণ এলাকার পার্কের নয়। এমনই বেহাল অভিজাত সল্টলেকের এফসি, এফই, জিসি, এফডি, এফসি, এইচএ, ব্লক, ফাল্গুনী আবাসন-সহ একাধিক পার্ক। সমস্যায় পড়েছেন আট থেকে আশি। সম্প্রতি কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এফডি ব্লকের এক বাসিন্দা পার্কের বেহাল অবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে।
ওই বাসিন্দা অভিযোগ করেন, এমনিতেই সল্টলেকে ডেঙ্গির বাড়বাড়ন্ত অন্য জায়গার তুলনায় বেশি। অথচ পার্কগুলিতে এমনভাবে ঘাস গজিয়ে রয়েছে যে মশার বংশবৃদ্ধি নিশ্চিত। খেলনার সরঞ্জামগুলিও ভেঙে পড়ে রয়েছে। উপনগরীর বাসিন্দাদের বড় অংশের অভিযোগ, দীর্ঘদিন পার্ক বেহাল, তাই বাচ্চারা বাড়ির ছাদেই খেলতে বাধ্য হচ্ছে। বারবার বলার পরেও সমস্যার সমাধান হয়নি। এফসি ব্লকে গত ৩০ বছর ধরে রয়েছেন মিনতি চক্রবর্তী। তিনি বলছেন, ‘সন্ধেবেলা যে পার্কে গিয়ে একটু বসব সে উপায় নেই। বসার জায়গাগুলি ভেঙে পড়ে রয়েছে। নেই পর্যাপ্ত আলোও।’ ‘সল্টলেকের মতো আধুনিক শহরে কেন পার্কের রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হবে না, সেটাই বুঝে উঠতে পারছি না’- বলছেন জিসি ব্লকের সৌরভ মণ্ডল।
ওই বাসিন্দা অভিযোগ করেন, এমনিতেই সল্টলেকে ডেঙ্গির বাড়বাড়ন্ত অন্য জায়গার তুলনায় বেশি। অথচ পার্কগুলিতে এমনভাবে ঘাস গজিয়ে রয়েছে যে মশার বংশবৃদ্ধি নিশ্চিত। খেলনার সরঞ্জামগুলিও ভেঙে পড়ে রয়েছে। উপনগরীর বাসিন্দাদের বড় অংশের অভিযোগ, দীর্ঘদিন পার্ক বেহাল, তাই বাচ্চারা বাড়ির ছাদেই খেলতে বাধ্য হচ্ছে। বারবার বলার পরেও সমস্যার সমাধান হয়নি। এফসি ব্লকে গত ৩০ বছর ধরে রয়েছেন মিনতি চক্রবর্তী। তিনি বলছেন, ‘সন্ধেবেলা যে পার্কে গিয়ে একটু বসব সে উপায় নেই। বসার জায়গাগুলি ভেঙে পড়ে রয়েছে। নেই পর্যাপ্ত আলোও।’ ‘সল্টলেকের মতো আধুনিক শহরে কেন পার্কের রক্ষণাবেক্ষণ ঠিক ভাবে হবে না, সেটাই বুঝে উঠতে পারছি না’- বলছেন জিসি ব্লকের সৌরভ মণ্ডল।
উপনগরীর পার্কগুলির রক্ষণাবেক্ষণের আর্জি সম্প্রতি বিধাননগর পুরনিগমের কাছে রেখেছে সল্টলেকের বাসিন্দা সংগঠনের (বিধাননগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন) সাধারণ সম্পাদক শরৎ কুমার মল্লিক। তিনি বলছেন, ‘বাচ্চারাই শুধু নয়, পার্কের অবস্থা খারাপ বলে প্রবীণরাও হাঁটতে যেতে পারেন না। এটা সত্যিই গুরুতর সমস্যা। অবিলম্বে এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।’
কী বলছে প্রশাসন? কাউন্সিলর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ওয়ার্ডের পার্কগুলি মেরামত করার আর্জি জানিয়ে মার্চ মাসে বিধাননগর পুরনিগমে চিঠি দিয়েছিলাম। কিন্তু টাকা বরাদ্দ হয়নি।’ এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলছেন, ‘সল্টলেকের পার্ক অবিলম্বে যাতে মেরামত করা হয়, সেজন্য বিধাননগর পুরনিগমের সঙ্গে কথা বলব। এর জন্য যদি কোনও সাহায্য প্রয়োজন থাকে, তা করা হবে।’