পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুই যুবকের মধ্যে ঝামেলা হতে দেখেছিল স্থানীয় বাসিন্দারা। ২৪০০ টাকার ভাগাভাগি নিয়ে দুই যুবকের মধ্যে ঝামেলা হয় বলে দাবি। সেই টাকার ভাগাভাগি নিয়ে ঝামেলা চলাকালীন একজনের শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল অপরজনের বিরুদ্ধে। এরপরই ঘটনাস্থল থেকেই সূর্যসেন কলোনির বাসিন্দা রাজু শাহ নামে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। সে খুনের পর টোটো নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টায় ছিল বলে দাবি স্থানীয়দের। তাঁকে ধরে NJP থানার পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷
আরও জানা গিয়েছে, রিন্টু সরকার ও রাজু শেখ বহুদিন ধরেই পরিচিতি ছিল। তবে এহেন খুনের ঘটনায় রীতিমতো অবাক স্থানীয় বাসিন্দারা। কর্ণ সইকিয়া নামে এক যুবকের দাবি, দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। সেসময় একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরে ফেলেন তাঁরা। তখনই এক যুবকের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত রিন্টু সরকারের বিরুদ্ধে থানায় বেশকিছু মামলা ছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও ছিল। এর আগে NJP থানা একটি আগ্নেয়াস্ত্র সমেত তাঁকে গ্রেফতার করেছিল। যদিও পরবর্তীতে সে জামিনে ছাড়া পায়। সেই রিন্টুর সঙ্গেই এদিন রাজু শাহ নামে এক যুবকের গণ্ডগোল হয়৷ গণ্ডগোলের জেরেই রাজু শাহ রিন্টুকে খুন করে বলে জানা গিয়েছে৷ তবে টাকা ছাড়াও খুনের পেছনে আরও অন্যান্য বেশকিছু কারণ থাকতে পারে বলে পুলিশ মনে করছে।