
পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের কৌশল ঠিক করতে ব্যস্ত সব রাজনৈতিক দলই। তার মধ্যে সমবায় নির্বাচনগুলিতে জোট বেঁধে লড়াই করছে বাম ও বিজেপি। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের কাছে হারতে হচ্ছে জোটকে।

হাইলাইটস
- পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে সমবায় নির্বাচন
- সেই নির্বাচনে শাসকদলকে হারাতে বিভিন্ন জায়গায় জোট করছে বাম ও বিজেপি
- তমলুকের পর এবার মহিষাদলেও কাজে দিল না জোট ম্যাজিক
নির্বাচনে হার জোটের
পথ দেখিয়েছিল নন্দকুমার। সেখানে সমবায় নির্বাচনে জোট করেছিল রাম ও বামেরা। তৃণমূলকে হারিয়ে সমবায় নির্বাচনে জয়ী হয়েছিল জোট। সেই মডেলকে হাতিয়ার করেই একাধিক সমবায় নির্বাচন করা হয়েছে। কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লপ করেছে সেই মডেল। সাধারণের মনে দাগ কাটতে পারেনি রাম-বাম জোট। আর তার জেরেই বিভিন্ন সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ে এই জোট। কিন্তু, এই মডেল ফ্লপ হলেও তার উপরই আস্থা রাখছেন অনেকেই। আর সেই কারণেই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সমবায় নির্বাচনে দেখা মিলছে এই মডেলের। তালুক গোপালপুর সমবায় নির্বাচনেও এই মডেলের উপর ভরসা রাখা হয়েছিল।
সমবায় নির্বাচনে জয়জয়কার তৃণমূলের
বুধবার মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সমবায় মোট আসন ৬২টি। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টিতে জয়লাভ করে ছিল তৃণমূল। এরপর ৫০টি আসনে নির্বাচন হয়। তাতে ভোটার ছিল মোট ১২৭৩ জন। ৫০টির মধ্যে মাত্র একটি আসনে জিতেই ক্ষান্ত হয় জোট। আর অন্যদিকে, ৪৯টি আসনে জেতে তৃণমূল। এর ফলে সমবায়ের মোট আসন ৬২ এর মধ্যে তৃণমূল ৬১টি এবং বাম বিজেপি জোট একটি আসনে জয়ী হয়। আর এই জয়ের পর উল্লাসে ফেটে পড়ে শাসকদলের প্রার্থী ও সমর্থকরা।
এর আগে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরাতে সমবায় সমিতির নির্বাচন ছিল। সেখানে তৃণমূল কংগ্রেসকে হারাতে জোট বেঁধেছিল বাম ও বিজেপি। তবে জোট বেঁধে নামলেও তমলুকে পরাজিত হতে হয় রাম-বাম জোটকে। খারুই গঠরা সমবায়ের ৪৩ আসনের মধ্যে তৃণমূলই পায় ৩৯টি আসন। অপরদিকে মাত্র ৪টি আসনে জয়ী হয় বাম ও বিজেপি জোট।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ