বাতিল বিশ্বভারতীর সমাবর্তন, ‘বিস্ফোরক’ অভিযোগ উপাচার্যের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জের। বাতিল সমাবর্তন অনুষ্ঠান। আগামী ১১ ডিসেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু, এবার ছাত্র আন্দোলনের কারণে সেই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রায় দু’ সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে বসে অবস্থান বিক্ষোভ করছেন একদল পড়ুয়া। উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আর সেই কারণেই তৈরি হয়েছে সমস্যা। উপাচার্য আটকে থাকার কারণে উদ্ভূত সমস্যার জেরেই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা হল বলে জানানো হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। এ প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে রাজ্য প্রশাসন কোনও সাহায্য করছে না। আমি ১৭ দিন ধরে বন্দি। আমাকে মেরেছে। এই সময় আমি সমাবর্তন কীভাবে করব? দেশের প্রধান বিচারপতিকে এনে রাজ্যের মুখ, বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়াতে পারব না।’

উপাচার্যের অভিযোগের প্রেক্ষিতে বীরভূম জেলা পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সমস্ত রকম সহযোগিতা করেছি। যখনই বলা হয়েছে, তখনই ফোর্স পাঠানো হয়েছে। পাশাপাশি, সবসময় উপাচার্যের বাসভবনের সামনে তিনজন পুলিস মোতায়েন করা রয়েছে। বাকি বিশ্বভারতীর অভ্যন্তরীণ বিষয় তাদেরকেই মেটাতে হবে। আমাদের কিছু করার নেই। তবে আমরা সবরকম সহযোগিতা করতে রাজি।’

আরও পড়ুন, SSC Scam: সাদা ওএমআর শিটে প্রাপ্ত নম্বর ৫৩! দ্বিতীয় ভুয়োর তালিকা প্রকাশ হতেই বেপাত্তা শিক্ষিকা

Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কী বললেন বিচারপতি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *