কাজল রেবতী এবং বিশাল জেঠওয়ার (Vishal Jethwa) ছবি সালাম ভেঙ্কি নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এই ছবিতেই এক ছোট অথচ খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে আমির খানকে (Aamir Khan)। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে (Special Screening) পৌঁছে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট (Mr. Perfectionist)। আর ফ্যানরা ঝলক পেলেন এক্কেবারে ব্র্যান্ড নিউ আমির খানের (Aamir Khan)। কাঁচা পাকা চুল দাড়ি, গোঁফের swag-এর সঙ্গে অ্যাডেড বোনাস অল ডেনিম লুক। ছবি নিয়ে তো কথা বললেনই, সেই সঙ্গে জানালেন তাঁর আগামীদিনের প্ল্যান। দেখুন সেই আনকাট ভিডিয়ো (Uncut Video)।