Asim Sarkar Chiranjeet Chakraborty : অসীমের চ্যালেঞ্জ, কার্টুন চিরঞ্জিতের – bjp mla asim sarkar and trinamool congress mla chiranjeet chakraborty indulged in cartoon practice together
Produced by Suman Majhi | Ei Samay | Updated: 8 Dec 2022, 11:17 am

 

কার্টুন-চর্চায় মেতে উঠলেন বিজেপি কবিয়াল বিধায়ক অসীম সরকার ও তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। ত্রিভুজকে বদলে দিলেন একটি মুখাবয়বে। গোটাটাই ছিল হালকা মেজাজে।

 

 

Asim Sarkar
অসীমের চ্যালেঞ্জ, কার্টুন চিরঞ্জিতের

হাইলাইটস

  • বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ফাঁকে বিধায়কদের কয়েক জন মেতে উঠলেন কার্টুন-চর্চায়।
  • বিধায়ক অসীম সরকারের ইংরেজিতে লিখে দেওয়া ৮ সংখ্যাকে নিমেষে কার্টুনে পরিণত করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।
  • তৃণমূল বিধায়কের আঁকা কার্টুন সযত্নে রেখে দেন বিজেপির ওই বিধায়ক৷
এই সময়: বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ফাঁকে বিধায়কদের কয়েক জন মেতে উঠলেন কার্টুন-চর্চায়। একটি সাদা কাগজে বিজেপি কবিয়াল বিধায়ক অসীম সরকারের ইংরেজিতে লিখে দেওয়া ৮ সংখ্যাকে নিমেষে কার্টুনে পরিণত করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর এঁকে দেওয়া ত্রিভুজকে বদলে দিলেন একটি মুখাবয়বে। কার্টুন এঁকে সইও করে দেন চিরঞ্জিৎ৷ যাতে বিজেপি বিধায়ক অসীম সরকার অভিভূত। কথায় কথায় গান বাঁধার সুনাম রয়েছে তাঁর। তৃণমূল বিধায়কের আঁকা কার্টুন সযত্নে রেখে দেন বিজেপির ওই বিধায়ক৷

Bolpur: কলেজের অনুষ্ঠানে চটুল নাচ, দিনহাটার পর এবার লাভপুরে বিতর্ক
তথ্য-সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ফাঁকে বিজেপি বিধায়ক অসীম এবং শাসক দলের পক্ষে চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো টালিগঞ্জের পরিচিত মুখ৷ বৈঠকের ফাঁকে চিরঞ্জিৎ চক্রবর্তীর কার্টুন আঁকার দক্ষতার বিষয়টি উঠে আসে৷ তখনই বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার৷ যদিও কোনও রাজনৈতিক বিষয়ে চ্যালেঞ্জ নয়। গোটাটাই ছিল হালকা মেজাজে। বলা মাত্রই কলম চলল চিরঞ্জিতের।

 

Cooch Behar Madanmohan Temple : ‘উত্তরবঙ্গের সংস্কৃতি নিয়ে বিশেষ ভাবনা কেন্দ্রের’, দাবি BJP বিধায়কের
আর এই গোটা পর্বের ভিডিয়ো রেকর্ডিং করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ওই ভিডিয়ো ক্লিপে কাঞ্চনের ধারাবিবরণীও ছিল। কাঞ্চন বলেন, ‘আমাদের কমিটিটা তো সংস্কৃতি বিষয়ক কমিটি, তাই সংস্কৃতি চর্চাই চলেছে৷’ বিধানসভার অধিবেশন, কমিটির বৈঠকের ফাঁকে কার্টুন চর্চায় যে তাঁর আপত্তি নেই, তা বুঝিয়ে দিয়েছেন চিরঞ্জিৎও৷ দলের অনুজ বিধায়কদের উদ্দেশে তাঁর পরামর্শ, ভবিষ্যতে আরও ভাল কার্টুন আঁকার জন্য টেবিলে লাল এবং সবুজ কালির পেন যেন থাকে!

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *