Baruipur Gunshot : ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা বারুইপুর শ্যুটআউটের মূল অভিযুক্ত, ক্ষুব্ধ এলাকাবাসী – main accused in baruipur gun shot case still missing after 24 hours


West Bengal Local News ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা বারুইপুরে (Baruipur) শুটআউটের ঘটনার মূল অভিযুক্ত হামিদ মণ্ডল ওরফে বলাই৷ প্রসঙ্গত, বুধবার রাতে নবগ্রাম পঞ্চায়েতের গৌরদহ মণ্ডলপাড়ার শুট আউটে দু’জন গুলিবিদ্ধ হন এবং তাঁদের মৃত্যু হয়৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আব্দুল হামিদ মণ্ডল ওরফে বলাই। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ এদিকে, বলাইয়ের পরিবারের সদস্যরা গ্রামে ঢুকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ৷ ক্ষুব্ধ এলাকার মানুষ দ্রুত মূল অভিযুক্তের গ্রেফতারি দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Road Accident : পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট চালক, মর্মান্তিক ঘটনা কালনায়
বৃহস্পতিবার সকাল থেকে এলাকা কার্যত শুনশান৷ বারুইপুর থানার IC-র নেতৃত্বে পুলিশ টহল দিচ্ছে এলাকায়৷ অভিযুক্ত আব্দুল হামিদের দোকান তথা বাড়ি সিল করে দেওয়ার কথা ভাবছে পুলিশ প্রশাসন৷ এদিন মৃতদের সমাধি করে দেওয়া হয়, এই ঘটনার পর থেকে মৃত সাজ্জাত মণ্ডল ও সারফুদ্দিন লস্করের পরিবার আতঙ্কে রয়েছে। পুলিশ পিকেট থাকা সত্ত্বেও অভিযুক্তর পরিবারের সদস্যরা কার্যত হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এদিন মৃতদের সমাধি করে দেওয়া হয়৷

Nursing Training School: বাবা-মাকে কদর্য আক্রমণ! অশোকনগরে নার্সিং ছাত্র খুনের আসল কারণ ফাঁস
পুলিশ ও স্থানী সূত্রে জানা গিয়েছে, মূলত এক লাখ টাকা নিয়েই মদের আসরে ঝামেলা থেকে খুন, গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে৷ তবে এলাকায় অভিযুক্ত আব্দুল হামিদের ত্রাস নিয়ে ক্ষুব্ধ মানুষজন। এলাকার মানুষজনের অভিযোগ, খুন, ডাকাতি, ছিনতাইয়ে সিদ্ধহস্ত ছিল এই আব্দুল হামিদ৷ স্থানীয় বাসিন্দা রবিউল মল্লিক বলেন, “শুনেছি বলাই মেশিন বিক্রি করত৷ গ্রামের মানুষ সবই জানে৷” গ্রামবাসী মহম্মদ হোসেন আলি সরদার বলেন, “বলাইয়ের কাছে প্রচুর বোমা, বন্দুক রয়েছে৷ গ্রামের মানুষ রীতিমতো ওদের ভয় পায়৷ এত বোমা, বন্দুক সে পেল কোথায়!” এত বোমা, বন্দুকের উৎসক খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন জানান তিনি৷ তাঁর দাবি, এর পিছনে BJP আছে৷ কারণ বলাই BJP করে৷

Baruipur Gunshot : বারুইপুরে গভীর রাতে শ্যুট আউট, গুলিতে এফোঁড়-ওফোঁড় ব্যক্তির দেহ
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির সরদার বলেন, “এই ঘটনায় এখনও মূল অভিযুক্ত অধরা৷ ওরা এলাকায় এসে শাঁসাচ্ছে৷ একটু দূরেই পুলিশ থাকে৷ তা সত্ত্বেও অভিযুক্তর পরিবারের লোকজন বাইকে করে এসে শাঁসাচ্ছ৷ ওরা এলাকার দুষ্কৃতী৷ ফলে মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতেও মানুষ ভয় পাচ্ছে৷ ২৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও মূল অভিযুক্ত ধরা পড়েনি৷” মৃতের স্ত্রী জির্ণাথন মণ্ডল বলেন, “এখনও দুষ্কৃতীরা এলাকায় ঢুকে হুমকি দিচ্ছে৷ ঘরে ছোট ছোট ছেলেমেয়ে আছে, তারা ভীষণ ভয় পাচ্ছে৷ নিরপত্তাহীনতায় ভুগছে গ্রামের মানুষ৷” মূল অভিযুক্তকে ধরে কড়া শাস্তি দেওয়ার আর্জি জানান মৃতের স্ত্রী৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *