শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে চিংড়িঘাটায়। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া একটি প্রাইভেট কার। এর জেরে এক সিভিক ভলান্টিয়ার সহ সাতজন আহত হন।

হাইলাইটস
- শুক্রবার সকালের দিকে চিংড়িঘাটায় একটি পথ দুর্ঘটনা ঘটে
- গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া একটি প্রাইভেট কার
- এই দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ 7 জন আহত হয়েছেন
ঠিক কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীদের দাবি, নিকোপার্ক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি লাল রঙের প্রাইভেট গাড়ি। সেই সময় চিংড়িঘাটা এলাকায় পৌঁছনোর পরই নিয়ন্ত্রণ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর চিংড়িঘাটা এলাকায় বেশ কয়েকটি গাড়িতে পরপর ধাক্কা মারতে শুরু করে। তবে শুধুমাত্র গাড়িতেই নয়, বেশ কয়েকজন পথচারীকেও ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার সহ সাতজন আহত হন। যার মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে দাবি করা হয়েছে।
চিংড়িঘাটায় আরও এক প্রত্যক্ষদর্শীর মতে, লোহারপুলের দিক থেকে গাড়িটি আসছিল। পুলিশ দাঁড় করানোর চেষ্টা করে। সেই সময় দাঁড়ায়নি গাড়িটি। তারপর একের পর এক গাড়িতে ধাক্কা মারে। অনেকে আহত হয়েছেন। আরও এক বাইক আরোহী বলেন, গাড়িটি পরপর গাড়িকে মারে। একটি বিয়ে বাড়ির গাড়িকেও ধাক্কা দেয়। সিগন্যাল ভেঙে চলে এসেছিল গাড়িটি।
চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনা
গত মাসেই চিংড়িঘাটায় (Chingrighata) মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় এক ২৬ বছরের যুবকের। পুলিশ সূত্রে খবর, মোটরবাইকের পিছনে বসে কসবা থেকে রুবি হয়ে সেক্টর ফাইভ যাচ্ছিলেন সাগর পাল নামে ওই যুবক। চিংড়িঘাটার কাছে নির্মীয়মাণ মেট্রো স্টেশনের নীচে সঙ্কীর্ণ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরবাইকে ধাক্কা মারে। ধাক্কার কারণে ওই যুবক অনেকটা দূরে ছিটকে পড়েন। যদিও তাঁর মাথায় হেলমেট ছিল। কিন্তু, ট্রাকের ওই সজোরে গতির ধাক্কায় মাথা থেকে হেলমেট খুলে যায়। ফুটপাথের ধারে ছিটকে পড়ে তাঁর মাথায় আঘাত লাগে। এরপর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ