
আগামীদিনে কোভিড মোকাবিলায় কোচবিহার জেলায় আরও ৫ টি হাসপাতাল গড়ে তোলান সিন্ধান্ত জেলা স্বাস্থ্য দফতরের। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে।

হাইলাইটস
- কোভিড গ্রাফ ওঠা-নামা নিয়ে আলোচনা স্তিমিত।
- আগামীদিনে কোভিড মোকাবিলায় কোচবিহার জেলায় তৈরি হচ্ছে 5 টি কোভিড হাসপাতাল।
- তুফানগঞ্জ, সিতাই, শীতলকুচি ও চ্যাংরাবান্ধায় এলাকায় হাসপাতালের কাজ শুরু হয়ে গিয়েছে।
২০২০ সালের মার্চ মাসে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Cooch Behar MJN Medical College & Hospital) একাংশে কোভিড ওয়ার্ড গড়ে তোলা হয়। পাশাপাশি কোচবিহারের (Cooch Behar) চকচকা এলাকার একটি বেসরকারি হাসপাতালকে নতুন করে কোভিড হাসপাতালে পরিকাঠামো তৈরি করে সে সময় পরিস্থিতি সামাল দেওয়া হয়। পরবর্তীতে দিনহাটা ও তুফানগঞ্জ মহকুমা হাসপাতালেও খোলা হয় কোভিড ওয়ার্ড।
তবে আগামীতে কোভিডের প্রকোপ দেখা দিলে আক্রান্তদের চিকিৎসা করতে অসুবিধা না হয় তাই জেলার ৫ টি মহকুমায় একটি করে কোভিড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমজিএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Cooch Behar MJN Medical College & Hospital) উল্টোদিকে ৫০ বেডের হাসপাতালটি তৈরি করতে খরচ হবে ছ’ কোটি ৭০ লাখ টাকা৷ জুলাই মাসের আগেই ওই হাসপাতাল বিল্ডিং তৈরির জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। ইতিমধ্যে পূর্ত দফতর কাজ শুরু করেছে। ওই হাসপাতালে শুধুমাত্র কোভিড রোগীদের ভর্তি করা হবে। মাঝে বর্ষার কারণে কিছুদিনের জন্য কাজ বন্ধ ছিল।
পাশাপাশি, তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে (Tufanganj Sub-District Hospital) ১০০ শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালকে গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই কাজের টেন্ডার প্রক্রিয়া হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। পাশাপাশি কোচবিহারে ৫০ শয্যা বিশিষ্ট এবং সিতাই শীতলকুচি ও চ্যাংড়া বান্ধা তিন জায়গায় ২০ শয্যা বিশিষ্ট করে আরও তিনটি কোভিড হাসপাতালের নির্মাণের কাজ শুরু হচ্ছে। এর ফলে কোচবিহার জেলাতে শুধুমাত্র কোভিডের দের জন্য ২১০ শয্যা প্রস্তুত থাকবে সর্বক্ষণের জন্য। সবকটি হাসপাতালগুলো গড়ে তুলতে খরচ হবে মোট ১৮ কোটি টাকা বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ