Deepika Padukone, Ranveer Singh: ব্রেক আপ! গুজব উড়িয়ে সার্কাস মাতালেন দীপিকা-রণবীর – deepika padukone and ranveer singh dance together at cirkus movie song see all the entertainment videos


Embed

গত কয়েক মাস ধরে একটাই রব শোনা যাচ্ছিল আনাচ কানাচে। দীপিকা রণবীরের (Deepika Padukone,Ranveer Singh) সুখের সংসার থেকে নাকি সুখ উধাও হয়ে গেছে। সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এবং ডিভোর্স (Divorce) জাস্ট সময়ের অপেক্ষা। দীপিকা আর রণবীর এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। রোহিত শেট্টির আগামী ছবি সার্কাসে (Cirkus) রয়েছেন রণবীর। আর সেই ছবিতেই গেস্ট অ্যাপিয়ারেন্স করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। তাঁর সঙ্গে রণবীরের যে গানটি ছবিতে আছে, তারই লঞ্চে এসে জাস্ট মাতিয়ে দিল দীপবীর জুটি। শত্রুদের মুখে ছাই দিয়ে জমিয়ে দাম্পত্য কাটাচ্ছেন দীপিকা রণবীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *