Islampur Shootout :ইসলামপুরের রাস্তায় প্রকাশ্যে শ্যুটআউট! গুলিবিদ্ধ ব্যবসায়ী – islampur shootout injured businessman admitted in north bengal medical college and hospital


ভর সন্ধ্যায় প্রকাশ্যে শুট আউট। গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুর থানার (Islampur Police Station) মাদারিপুর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তাঁর বাড়ি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। আরও জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে তাঁর গলায়। আচমকা প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ব্যবসা নিয়ে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের৷ পরিবারের পক্ষ থেকে থানায় ব্যবসার প্রাক্তন অংশীদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

West Bengal Local News : বীরভূমে শ্যুট আউট! গুলিতে এফোঁড় ওফোঁড় খাদান কর্মীর দেহ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী ভবেশ দেবনাথ এদিন সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন৷ সেসময় পথে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ৷ স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ পরে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College And Hospital) নিয়ে যাওয়া হয় ওই আহত ব্যবসায়ীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ব্যবসায়ী ভবেশ দেবনাথ৷ ব্যবসা নিয়ে পুরনো শত্রুতার জেরে প্রাক্তন পার্টনার রিপন দাস তাঁর স্বামীকে প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী রিঙ্কি দেবনাথ।

Baruipur Gunshot : বারুইপুরে গভীর রাতে শ্যুট আউট, গুলিতে এফোঁড়-ওফোঁড় ব্যক্তির দেহ
ব্যবসায়ীর স্ত্রী রিঙ্কি দেবনাথ বলেন, ‘‘ব্যবসার পুরনো অংশীদার রিপন দাসের সঙ্গে ঝামেলা চলছিল৷ গত বছরও একটি দুর্ঘটনা ঘটে, সেটিও রিপনই করেছিল৷ এটাও রিপনই করেছে বলেই মনে হচ্ছে৷ গলায় গুলি লেগেছে৷’’ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তদন্তে নেমে পুলিশ জানতে চাইছে, ব্যবসা সংক্রান্ত যে পুরনো শত্রুতার কথা পরিবারের তরফে বলা হয়েছে, তার সত্যতা কতটা৷ ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ঠিক কী নিয়ে সমস্যার হয় এবং কেন এখন আর তার সঙ্গে ব্যবসা করেন না ভবেশবাবু, সেসব দিকও খতিয়ে দেখছে পুলিশ৷ এছাড়াও অন্য কোনও শত্রুতা ছিল কিনা কারও সঙ্গে, তাও খতিয়ে দেখছে পুলিশ৷ ভবেশ দেবনাথ সুস্থ হলে, তাঁর সঙ্গে কথা বলে এবিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলেই দাবি পুলিশের৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *