Organ Donation : মরণোত্তর অঙ্গদান সম্পর্কে সচেতনতা বার্তা, র‍্যালির আয়োজন বর্ধমান মেডিক্যাল কলেজে – awareness message about organ donation rally organized by burdwan medical college


West Bengal Local News অঙ্গদান সম্পর্কে সার্বিক সচেতনতা গড়ে তুলতে হবে। স্বাস্থ্য সচেতনার বার্তা নিয়ে বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজের (Bardhaman Medical College & Hospital) উদ্যোগে আয়োজন করা হয় একটি বিশেষ র‍্যালির। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কৌস্তভ নায়েকের নেতৃত্বে র‍্যালিতে পা মেলান নার্সিং স্টাফ, সিনিয়র ও জুনিয়র ডাক্তারা। ইচ্ছা থাকলেও অনেকেই অঙ্গদান (Organ Donation) সম্পর্কে সঠিক তথ্য তালাশ পান না। মানুষের কাছে সার্বিক বিষয়টি পরিষ্কার করে তুলে ধরার জন্য উদ্যোগ নিল বর্ধমান মেডিক্যাল কলেজ (Bardhaman Medical College & Hospital)। আগামী দিনে বর্ধমান হাসপাতালকে রেট্রিভাল সেন্টার হিসাবে গড়ে তোলার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

North Bengal Medical College : গলায় আটকে মাংসের হাড়, শিশুর প্রাণ বাঁচাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
কলেজের অধ্যক্ষ ডা. কৌস্তভ নায়েক জানিয়েছেন, এখনও সাধারণ মানুষের মধ্যে মৃত্যুর পর অঙ্গ দান সম্পর্কে সচেতনতা ততটা গড়ে ওঠেনি। কিন্তু অন্যান্য দেশে এটা অত্যন্ত জনপ্রিয়। ফলে সেখানে এই ধরণের অঙ্গ পেতে কোনো সমস্যা হয় না। তিনি জানিয়েছেন, সাধারণত, কোনো মানুষের মৃত্যুর পর তাঁর চোখ বা কর্ণিয়া, লিভার, কিডনি এবং স্কিন বা ত্বক ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে হাড়কেও নেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে বহু মানুষের উপকার হয়। এই অঙ্গদান যে আর একটা জীবনদান করতে পারে সে ব্যাপারে সচেতনতা আনতেই এই র‍্যালির আয়োজন করা হয়।

Jalpaiguri News: গলায় আটকে ব্যাটারি, একরত্তিকে নিয়ে সরকারি হাসপাতালে ছুটলেন বাবা-মা
এদিন ডা. নায়েক জানিয়েছেন, খুব শীঘ্রই বর্ধমান মেডিক্যাল কলেজ রেট্রিভ্যাল সেন্টার (Retrieval Centre)) হিসাবে গণ্য হতে চলেছে। এই কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তিনি জানিয়েছেন, এই সেন্টার হিসাবে বর্ধমান মেডিক্যাল কলেজ কাজ শুরু করতে চলায় এখান থেকে প্রয়োজনীয় অঙ্গ গ্রীণ করিডরের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাঁরা পাঠাতে পারবেন।

Covid Hospital : কোচবিহারে স্থায়ী ৫ কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত জেলা প্রশাসনের
অঙ্গদান বিষয়টি আসলে মানবিকতার একটি বিশেষ পরিচয়। নিজের অঙ্গের পরিবর্তে অন্য কোনও ব্যক্তিকে সুস্থ জীবন দেওয়া হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মাত্র .০৮ শতাংশ ভারতীয় অঙ্গদান করেন। স্পেন এবং বেলজিয়ামের মতো দেশে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ এই মহৎ কাজটি করেন। প্রত্যেক রাজ্যে অঙ্গদানের নিজস্ব রেজিস্ট্রেশন সিস্টেম রয়েছে। ইন্টারনেট ঘাঁটলে সেই সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়। যাঁরাই অঙ্গদান করতে চান, নিজেদের নাম সেখানে রেজিস্ট্রি করতে হয়। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হৃদপিণ্ড, যকৃত, ফুসফুস, অগ্ন্যাশয়, রক্ত, রক্তনালী প্রভৃতি অঙ্গ দান করা যায়। এমনকি অঙ্গদানের নির্দিষ্ট কোনও বয়স নেই। যে কোনও বয়সে, নবীন থেকে শুরু করে বয়ষ্ক ব্যক্তিরা অঙ্গদান করতে পারেন। তবে অঙ্গদান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *