Purulia News Today : পুলিশের নামে নাকা চেকিংয়ের আড়ালে চলত ছিনতাই! পুরুলিয়ায় ধৃত ২ দুষ্কৃতী – two man arrested for allegations of fake police in purulia


West Bengal News অভিনব কায়দায় ছিনতাই! সিভিল ড্রেসে পুলিশের নাম করে নাকা চেকিংয়ের অছিলায় সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ৷ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম আলি রেজা ও তানভির হোসেন৷ এরা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাসিন্দা৷ বুধবার এই দু’জনকে পুরুলিয়া (Purulia) শহরের একটি নামি হোটেল থেকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশ (Purulia District Police)৷ এদের পাঁচজনের একটি গ্যাং রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বোকারো প্রভৃতি জায়গায় শহরে ঢোকার মুখে ধৃতরা পুলিশের নাম করে নাকা চেকিংয়ের অছিলায় ছিনতাই (Robbery) করত বলে অভিযোগ৷ কখনও সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে গয়না হাতিয়ে নিত, কখনও আবার জোর করে ছিনতাই করে নিত বলে অভিযোগ। আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে (Purulia Court) তোলা হবে।

West Bengal News : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার পুরুলিয়ার ব্যবসায়ী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিভিন্ন হোটেলে তল্লাশি করার সময় একটি নামি হোটেলে দু’জনকে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা৷ তাদের কথায় অসঙ্গতি লক্ষ্য করায় তাদের পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয়৷ থানায় জিজ্ঞাসাবাদের পর জানা যায় ধৃতরা একটি ছিনতাইয়ের চক্রের সঙ্গে জড়িত৷ ধৃতদের কাছে থেকে চারটি জাল নোট উদ্ধার হয়৷ ধৃতরা জাল নোট কারবারের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশ সুপার।

BSF : সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশে করেও হল না শেষরক্ষা, BSF-এর হাতে গ্রেফতার ৫
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের জেরা করে জানা যায়, এরা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাসিন্দা৷ ওদের সঙ্গে আরও তিনজন রয়েছে৷ এরা পাঁচজনই ভিন রাজ্যের বাসিন্দা৷ চারজন মধ্যপ্রদেশের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা৷ এরা শহরে ঢোকের মুখে নাকা চেকিং করার নামে সোনার গয়না ছিনতাই করত৷ অভিযোগ, বিশেষত বয়স্ক এবং নিরীহ প্রকৃতির মানুষকে ধরে গয়না হাতিয়ে নিত ধৃতরা৷ ধৃত দু’জনকে জেরা করেই জানা যায়, বাকি তিনজন জামসেদপুরে রয়েছে৷ জামসেদপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ তারা তিনজনকে আটক করে৷

Gold Coin Price : অ্যান্টিক বলে অভিনব কায়দায় জালিয়াতি, প্রতারণার অভিযোগে ধৃত ৮
কীভাবে চলত এই প্রতারণা?

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পুরুলিয়া জেলার পুলিশ (Purulia District Police) সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিভিন্ন শহরে ঢোকার মুখে রাস্তায় দাঁড়িয়ে সিভিল পোশাকে নিজেদের পুলিশ বলে পরিচয় দিত এরা৷ কাউকে গয়না পরে থাকতে দেখলেই সেগুলো খুলে ব্যাগে রাখার পরামর্শ দিত৷ তাদের গয়নাগুলো কাগজে প্যাক করে দেওয়ার নামে নিয়ে বদলে ওদের নকল গয়না দিয়ে দিত৷ এই নকল গয়নার প্যাকেট আগে থেকেই তাদের কাছে মজুত থাকত৷” জেলা পুলিশ সুপার আরও জানান, এদের অপরাধের কৌশল সম্পূর্ণ নতুন৷ এদের মূল পান্ডা অপারেশন করার জন্য যে জায়গা বেছে নিত, সেখানে তাকে এরা বাইকে করে পৌঁছে দিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *