জলপাইগুড়ির তিস্তা উদ্যানকে সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক ছড়াল। প্রতিবাদে বৃহস্পতিবার রেঞ্জ অফিসারকে স্মারকলিপি দিল CPIM।

হাইলাইটস
- জলপাইগুড়ির তিস্তা উদ্যানকে সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক ছড়াল।
- সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ি রেঞ্জ অফিসারকে স্মারকলিপি দিল CPIM এর সদর এরিয়া কমিটি৷
- কমিটির দাবি, সরকারের এই সিদ্ধান্তে সুস্থ সংস্কৃতি এবং পরিবেশ বিকাশের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়বে।
তবে এর জন্য নির্দিষ্ট ফি এবং বেশকিছু নিয়মাবলী পূরণ করতে হবে। এই উদ্যান নতুন বছরের প্রথম থেকেই সাধারণ মানুষ ভাড়া নিয়ে সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন বলেও জানিয়ে ছিলেন তিনি। কিন্তু এই খবর প্রকাশের পরই সরকারি উদ্যানকে সামাজিক কাজে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় CPIM। এদিন CPIM এর পক্ষে থেকে স্মারকলিপি জমা দেওয়া হয় বন দফতরের উদ্যান ও কানন বিভাগের জলপাইগুড়ি রেঞ্জ অফিসারকে৷ CPIM কর্মী বিপুল সান্যাল বলেন, ‘‘জলপাইগুড়ির তিস্তা উদ্যান শহরবাসীর একটা আবেগের জায়গা। এখানে শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই আসেন মুক্ত বাতাসের জন্য। এখানে এসে সকলে আমোদ করে ঘুরে বেড়ান৷ এই উদ্যানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এই উদ্যানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়ার সরকারি সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।’’
তাঁর দাবি, সরকার দেউলিয়া হয়ে গিয়েছে অর্থনৈতিকভাবে৷ যে কোনও উপায়ে রেভেনিউ সংগ্রহ করাই সরকারে উদ্দেশ্য৷ প্রয়োজনে তারা জেলার আরও অনেক জায়গা আছে, সেগুলো সংস্কার করে বাণিজ্যিকভাবে ব্যবহার করতেই পারে৷ পরিকল্পনাহীন, আদর্শহীন একটা দল যদি সরকার পরিচালনা করলে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি৷ এই বিষয়ে উদ্যান ও কানন বিভাগের জলপাইগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার মানিক রাউত বলেন, ‘‘তিস্তা উদ্যানকে বিয়েবাড়ি, জন্মদিন উপলক্ষে ভাড়া দেওয়া হবে বলে সিদ্ধান্তের প্রতিবাদে একটি স্মারকলিপি CPIM এর তরফে দেওয়া হয়েছে৷ সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
