West Bengal News : পেটের ভেতর মারা গিয়েছিল শাবক, পশুপ্রেমীদের উদ্যোগে প্রাণ ফিরে পেল সারমেয় – street dog got operation and help by animal lover at bankura


West Bengal News রাস্তার ধারেই কঁকিয়ে পড়েছিল সারমেয়টি। দেখে বোঝাই যাচ্ছিল গায়ে অসহ্য যন্ত্রনা রয়েছে। ছড়িয়ে পড়েছে সংক্রমণ। প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছিল কুকুরটির। পথ চলতি মানুষের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। অবশেষে স্থানীয় কিছু পশুপ্রেমীদের বদান্যতায় প্রাণ ফিরে পেল পশুটি। রাস্তার ধারেই তৈরি হল অস্থায়ী অপারেশন থিয়েটার। তাঁদের উদ্যোগে শুশ্রূষা করা হল কুকুরটির।

বাঁকুড়ার (Bankura) মাচানতলায় (Machantala) বেশ কিছুদিন ধরেই একটি মা কুকুরকে অসুস্থ অবস্থায় ঘুরতে দেখছিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজর এড়ায়নি বাঁকুড়ার সারমেয় প্রেমী মধুমিতা দাস ও স্থানীয় প্রাণীবন্ধু শুভাশিষ তেওয়ারির। কুকুরটিকে দেখেই শুভাশিষ তেওয়ারি বুঝতে পারেন, মা কুকুরটির পেটে থাকা বাচ্চার মৃত্যু হয়েছে। সেখান থেকেই মা কুকুরটির শরীরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এরপর দু’জনের উদ্যোগে দ্রুত খবর দেওয়া হয় পশু চিকিৎসক তাপস বিশ্বাসকে।

Narendra Modi : ‘মোদীর সঙ্গে দেখা করতে চাই…’, পুরুলিয়ায় অশ্বত্থ গাছের মগডালে যুবক
তড়িঘড়ি মাচানতলা এলাকাতেই আশপাশের মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া হয় টেবিল। খোলা আকাশের নিচে তৈরি করে ফেলা হয় অস্থায়ী অপারেশান থিয়েটার। সেখানে মা কুকুরটির শরীরে অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করে আনেন মৃত শাবকগুলিকে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় কেটে বাদ দিতে হয় ইউটেরাসও। অস্ত্রোপচারের পর কিছুক্ষণ স্যালাইন ও অন্যান্য ইঞ্জেকশান চালানো হয়। চিকিৎসার কারণে কিছুক্ষণের মধ্যেই চাঙ্গা হয়ে ওঠে মা কুকুরটি। কুকুরটির শরীরে অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি পশুপ্রেমী থেকে স্থানীয়রাও।

Nilgai Recover : ইসলামপুরে লোকালয় থেকে উদ্ধার নীলগাই
সারমেয় প্রেমী (Dog Lover) মধুমিতা দাস বলেন, “আমাদের ভালোবাসার থেকেও দায়িত্ববোধটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষ গোটা পৃথিবীটাকে এমনভাবে নিয়ে নিয়েছে, যে আর কারোর জন্য কোনও সংস্থান রাখছে না। কিন্তু প্রকৃতি তো এটা মান্যতা দেয় না। সেই জায়গা থেকেই এই কাজটা করলাম। শুভাশিষ তেওয়ারি বিষয়টি প্রথম লক্ষ্য করেন। এখানে কুকুরটার পেটের ভেতর বাচ্চাগুলো মরে গিয়েছিল। ভয়ঙ্কর ইনফেকশন হয়ে যায়। অপারেশন করে এই কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করা হল। ডাক্তারবাবু আমাদের অনেকটা সাহায্য করেছেন, এখানকার লোকেরাও অনেকটা সাহায্য করেছে।”

West Bengal Local News : ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২ শিশু কন্যার, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
স্থানীয় বাসিন্দারা জানান, কুকুরটি বেশ কয়েকদিন ধরেই ওখানে পড়েছিল। প্রচণ্ড দুর্গন্ধ নির্গত হচ্ছিল কুকুরটির গা থেকে। পশুপ্রেমী শুভাশিষ তেওয়ারি বিষয়টি লক্ষ্য করে মধুমিতা দাসকে খবর দেন। এরপর তড়িঘড়ি পশু চিকিৎসককেও খবর দেওয়া হয়। বৃহস্পতিবার সকালের মধ্যেই যাতে অপারেশন করিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা করা হয়। সফল অস্ত্রপ্রচারের পরে কুকুরটি বর্তমানে অনেকটা সুস্থ আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *