West Bengal News : ভাবাদিঘি বাঁচাতে খোলা চিঠি গ্রামবাসীদের, পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত এলাকা – howrah goghat residents letter to railway authority to save enviroment


ভাবাদিঘি (Bhavadighi) বাঁচাতে খোলা চিঠি প্রকাশ করল গোঘাটের (Goghat) ভাবাদিঘি এলাকার মানুষজন। জলাশয় ও পরিবেশ রক্ষা করে জনস্বার্থে দিঘির উত্তর দিকের শেষ প্রান্ত বরাবর রেললাইনের কাজ দ্রুত শুরুর করার দাবিতে ভাবাদিঘি গ্রামের মানুষ খোলা চিঠি প্রকাশ করেন। প্রসঙ্গত, গ্রামবাসীদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে গোঘাটের ভাবাদিঘিতে রেলপথ (তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্প) নির্মাণের কাজ থমকে রয়েছে। ৫২ বিঘার ওই দিঘির (দিঘির নামেই গ্রামের নাম) একাংশ বুজিয়ে রেলপথ নির্মাণ হবে জানতে পেরে তাঁরা আপত্তি তোলেন এবং ভাবাদিঘির মানুষ আন্দোলন শুরু করেন। মূলত তাঁদের আন্দোলনের জেরেই তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ থমকে যায়। অবশেষে ২০২২ সালে ওই প্রকল্পের জট কেটেছে বলে দাবি করে রেল। দিঘি বাঁচিয়েই রেলপথ হবে বলে জানায় পূর্ব রেল কর্তৃপক্ষ।

Arambagh Municipality : মাঠ দখল করে ময়লার ভ্যাট! পুরসভার বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা
তবে এনিয়ে জেলা প্রশাসন এবং দিঘি বাঁচাও কমিটির দাবি, তারা অন্ধকারে রয়েছে। দিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় সংবাদমাধ্যমে বলেন, ‘‘সরকারি স্তর থেকে তাঁদের সঙ্গে এনিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা প্রথম থেকেই বলে আসছি, দিঘি বাঁচিয়ে রেলপথ হোক। তা যদি হয়, আমরা সহযোগিতা করব।’’ এই পরিস্থিতিতে ভাবাদিঘির মানুষ খোলা চিঠি প্রকাশ করে দিঘি বাঁচাতে আন্দোলনের সূচনা করল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ। জানা গিয়েছে, খোলা চিঠিতে গোঘাটের ভাবাদিঘি গ্রামের মানুষ দিঘি বাঁচাতে বেশ কয়েকটি প্রস্তাব রাখেন। খোলা চিঠিতে পরিষ্কার করে লেখা হয়, প্রাথমিক বিদ্যালয় ও ICDS সেন্টারের দক্ষিণ দিক দিয়ে নিয়ে যাওয়া হোক এই রেলপথ।

Murshidabad News : নশিপুর রেল ব্রিজের কাজ শুরু, স্বস্তিতে জেলাবাসী
তার জন্য যা জায়গা লাগবে বিনা পয়সায় দেবেন বলেও চিঠিতে দাবি করা হয়েছে। এর জন্য স্কুল ঘর ও ICDS সেন্টারের ঘর ভাঙা পড়বে, যা রাজ্য সরকারের করে দেওয়ার দায়িত্ব। কিন্তু রাজ্য সরকার যদি তাদের দায়িত্ব পালন না করে, তখন তাঁরাই তা স্বেচ্ছাশ্রম দিয়ে তাও করে নেবেন বলেও উল্লেখ করেছেন চিঠিতে। গ্রামে যে ক’টি ফৌজদারি মামলা আছে, তা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে খোলা চিঠিতে।

ECL : ইসিএলে কর্মী ছাঁটাই, কাজ বন্ধের হুঁশিয়ারিতে আন্দোলনে নিরাপত্তারক্ষীরা
চিঠিতে আরও লেখা রয়েছে, প্রশাসনিক কাজ সম্পন্ন করে দ্রুত রেললাইনের কাজ শুরু হোক দিঘির উত্তর দিকের শেষ প্রান্ত বরাবর। রেললাইনের কাজ যদি যুক্তি সঙ্গতভাবে দিঘির উত্তর পাড় বরাবর করার সিদ্ধান্ত কার্যকর হয়, তাকে স্বাগত জানানো বলে এই খোলা চিঠিতে জানিয়েছেন ভাবা দিঘির মানুষজন। পঞ্চায়েত ভোটের আগে এই খোলা চিঠিকে কেন্দ্র করে আবারও ভাবাদিঘির মানুষ দিঘি বাঁচাতে আন্দোলন শুরু করায় রাজনৈতিকভাবে গোঘাট উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *