Birbhum News : চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি হাসপাতালে – birbhum suri super speciality hospital patient death chaos created police controlled the situation


Produced by Suman Majhi | Lipi | Updated: 9 Dec 2022, 8:43 am

রোগী মৃত্যুকে ঘিরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজনের।

 

Birbhum
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি হাসপাতালে

হাইলাইটস

  • রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
  • চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনের।
  • পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Speciality Hospital)। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনের। হাসপাতাল চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত রোগীর নাম নার্গিস বিবি (২২)। পরে হাসপাতাল চত্বরে হাজির হয় সিউড়ি থানার পুলিশ (Suri Police Station)। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্রে খবর, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Speciality Hospital) বুধবার জ্বর নিয়ে নার্গিস বিবি নামে ওই রোগী ভর্তি হন। রোগীর মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। রোগীর মৃত্যুর পরেই উত্তেজনা ছড়ায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের এই বিক্ষোভকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় সিউড়ি থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। মৃত রোগীর পরিবারের সদস্যদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Mamata Banerjee : SSKM-এ চিকিৎসককে মারধর! মুখ্যমন্ত্রীর নিশানায় পুলিশি গাফিলতি
মৃত রোগীর পরিবারের লোকজন জানান, কালকে আমাদের রোগীকে জ্বর, টাইফয়েড নিয়ে ভর্তি করা হয়। গতকাল কিছুটা চিকিৎসার পর রোগী কিছুটা ভালো হয়। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার রোগীকে তিনটি ইনজেকশন দেওয়া হয়। তারপর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। এমনকি রোগীর মুখ থেকে রক্ত বের হতে থাকে বলে অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। রোগীর এক আত্মীয় বলেন, “আমরা ডাক্তারবাবুকে জানিয়েছিলাম কী ইনজেকশন দেওয়া হল সে ব্যাপারটা দেখতে। কিন্তু তাঁরা কোনও ভ্রুক্ষেপ করলো না। ওরা বলছে, রোগীর জিভ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আমরা দেখেছি রোগীর জিভ কেটে যায়নি। আমাদের মনে হয়, যে ইনজেকশনগুলি দেওয়া হয়েছে, সেটার কারণেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে। ঠিক করে চিকিৎসা করা হয়নি। সে কারণেই আমাদের রোগী এমনভাবে মারা গিয়েছে।” মৃত রোগী সিউড়ি থানার অন্তর্গত কুখুডিহি গ্রামের বাসিন্দা।

Balurghat Hospital : মর্গে ময়নাতদন্ত করতে অস্বীকার! বালুরঘাটে বিক্ষোভ রোগীর পরিবারের
রোগী মারা যাওয়ার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়-স্বজনরা। চত্বরের সামনেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। হাসপাতালের পক্ষ থেকে সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে রোগী মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *