রোগী মৃত্যুকে ঘিরে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের লোকজনের।

হাইলাইটস
- রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
- চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনের।
- পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৃত রোগীর পরিবারের লোকজন জানান, কালকে আমাদের রোগীকে জ্বর, টাইফয়েড নিয়ে ভর্তি করা হয়। গতকাল কিছুটা চিকিৎসার পর রোগী কিছুটা ভালো হয়। তাঁদের অভিযোগ, বৃহস্পতিবার রোগীকে তিনটি ইনজেকশন দেওয়া হয়। তারপর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। এমনকি রোগীর মুখ থেকে রক্ত বের হতে থাকে বলে অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। রোগীর এক আত্মীয় বলেন, “আমরা ডাক্তারবাবুকে জানিয়েছিলাম কী ইনজেকশন দেওয়া হল সে ব্যাপারটা দেখতে। কিন্তু তাঁরা কোনও ভ্রুক্ষেপ করলো না। ওরা বলছে, রোগীর জিভ কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু আমরা দেখেছি রোগীর জিভ কেটে যায়নি। আমাদের মনে হয়, যে ইনজেকশনগুলি দেওয়া হয়েছে, সেটার কারণেই রোগীর অবস্থা খারাপ হতে থাকে। ঠিক করে চিকিৎসা করা হয়নি। সে কারণেই আমাদের রোগী এমনভাবে মারা গিয়েছে।” মৃত রোগী সিউড়ি থানার অন্তর্গত কুখুডিহি গ্রামের বাসিন্দা।
রোগী মারা যাওয়ার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়-স্বজনরা। চত্বরের সামনেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। হাসপাতালের পক্ষ থেকে সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে রোগী মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ