Calcutta Medical College : ভোট চেয়ে মেডিক্যালে অনশন শুরু ৫ পড়ুয়ার – calcutta medical college 5 students start hunger strike for student council election


এই সময়: বারংবার ঘেরাও, আন্দোলনেও সুরাহা মেলেনি। দিনক্ষণ ঠিক হয়েও অনির্দিষ্ট কালের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচন। উপায়হীন হয়ে এ বার মেডিক্যালের পাঁচ ডাক্তারি পড়ুয়া আমরণ অনশন শুরু করলেন। এমবিবিএস চূড়ান্ত বর্ষের পড়ুয়া রণবীর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ প্রিন্সিপাল অফিস লাগোয়া বারান্দায় শুরু হয় অনশন। এ দিকে পড়ুয়াদের আন্দোলনের জেরে এক শিশুর কিডনির চিকিৎসা আটকে যাওয়া নিয়ে তার বাবার দায়ের করা মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আজ, শুক্রবার বিকেল ৫টার মধ্যে যে ভাবে হোক ওই শিশুর কিডনির যথাযথ চিকিৎসা করতে হবে মেডিক্যালের চিকিৎসকদের।

মামলাকারী আদালতকে জানান, তাঁর সাত বছরের ছেলের চিকিৎসার জন্য বিহার থেকে তিনি কলকাতায় এসেছেন। হাসপাতালে অচলাবস্থার জন্য কিডনি বাদ দেওয়ার অস্ত্রোপচার করা যাচ্ছে না-এমনটাই অভিযোগ তাঁর আইনজীবী সুমন সেনগুপ্তের। হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের আইনজীবী জানান, বিক্ষোভের জন্য সেন্ট্রাল ল্যাব থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ থাকার জন্য সার্বিক পরিষেবা ব্যাহত হয়েছে। আন্দোলনরত পড়ুয়াদের অবশ্য দাবি, তাঁরা নিছকই পড়ুয়া, চিকিৎসার কাজ করেন ডাক্তাররা। তাঁদের চিকিৎসা করার কথা নয়। তাঁরা পরিষেবায় বাধাও দেননি। তাঁদের নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। দায় এড়াচ্ছে হাসপাতাল।

Calcutta Medical College: ৩৫ ঘণ্টা পরে মেডিক্যালে ঘেরাও উঠলেও নির্বাচন ঘোষণার জন্য চরম হুঁশিয়ারি পড়ুয়াদের
শুনানি শেষে আদালতের জানায়, স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আন্দোলনরত পড়ুয়া-সকলে মিলে যেন নিশ্চিত করে যাতে শিশুর অস্ত্রোপচার নির্বিঘ্নে হয়। এ দিন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ওই মামলায় নির্দেশ দিয়েছেন, আজ বিকেল ৫টার মধ্যে যেন ওই শিশুর কিডনির চিকিৎসা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। আদালতের বক্তব্য, ‘আমি চাই, এই নির্দেশ সবার জন্য কার্যকর হোক। কিন্তু যেহেতু এটা জনস্বার্থ মামলা নয়, তাই সকলের জন্য এই নির্দেশ দিতে পারি না।’ হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। সেন্ট্রাল ল্যাব কেন বন্ধ হয়েছিল, পরিষেবা কেন ব্যাহত হয়েছিল, তা জানতে সাত সদস্যের অনুসন্ধান কমিটি গড়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

Calcutta Medical College : ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ, নার্সিং স্টাফদের পালটা অবস্থানে উত্তাল মেডিক্যাল কলেজ! হয়রানি রোগীদের
যদিও হাসপাতালের আবহাওয়ায় এখনও রয়েছে উত্তেজনা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের তরফে এমএমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্র অনিকেত কর বলেন, ‘আজ নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা পড়তে এসেছি, রাজনীতি করতে আসিনি। এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের স্বাস্থ্যের কথা ভাবেননি কর্তৃপক্ষ।’

Malda Medical College : অস্ত্রোপচারের জন্য রোগীকে নার্সিংহোমে রেফার, ঠিকানা দিলেন মেডিক্যালের চিকিৎসক!
পড়ুয়াদের বক্তব্য, ২০১৬-এর পর থেকে আর ছাত্র সংসদের কোনও নির্বাচন হয়নি মেডিক্যালে। তার ফলে পড়ুয়াদের বিস্তর সমস্যা হচ্ছে। সংসদ থাকলে এমনটা হতো না। আন্দোলনকারীদের দাবি, রোগী, নার্স, চিকিৎসক-কারও সঙ্গে তাঁদের কোনও বিবাদ নেই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাঁদের দাবি মানছেন না। বুধবার আলোচনা করতে গেলে অধ্যক্ষ চলে গিয়েছিলেন। এ দিন সকালে হাসপাতালে আসেন অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস ও উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী। তাঁরা নিজেদের মধ্যে বৈঠকও করছেন। অনশন মঞ্চে গিয়ে অনশনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানান তাঁরা। তাঁদের স্বাস্থ্যের দেখভালের জন্য মেডিক্যাল টিম তৈরি করে দেন কর্তৃপক্ষ। যদিও আন্দোলনকারীরা কর্তৃপক্ষের কথায় কান দেয়নি, মেডিক্যাল টিমের সহায়তা নিতেও অস্বীকার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *