৮৭ পূর্ণ করলেন বলিউডের সুপার হ্যান্ডসাম দি এভারগ্রিন ধরম পাজি (Dharmendra)। বলিউডের সর্বকালের শ্রেষ্ঠ সুপুষের তালিকায় তাঁর নাম চিরকাল প্রথমেই থেকে যাবে। জীবনে বলিউডকে একাধিক হিট, সুপারহিট, বাম্পারহিট ছবি উপহার দিয়েছেন ধর্মেন্দ্র। আগামীদিনে তাঁকে দেখা যাবে করণ জোহরের (Karan Johar) ছবি রকি অউর রানি কি প্রেম কাহানিতে (Rocky Aur Rani Ki Prem Kahani)। আজ সেই এভারগ্রিন মানুষটার জন্মদিনে তাঁকে উইশ করতে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পৌত্র অগস্ত্য নন্দা। কেক কাটার পর্যন্ত কেউই অপেক্ষা না করায় বর্ষীয়ান ধর্মেন্দ্র একা কিছু সাংবাদিকের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন। দেখে নিন সুন্দর কিছু মুহূর্ত…