Howrah Bardhaman Train: বর্ধমান স্টেশনে আচমকা পাওয়ার ব্লক, ব্যাহত ট্রেন চলাচল – howrah bardhaman train service disrupted due to power block at burdwan junction station


Howrah Bardhaman Train সাত সকালে গণ্ডগোল। শুক্রবারের সকাল থেকেই ব্যাহত বর্ধমান শাখায় ট্রেন চলাচল। বর্ধমান স্টেশনে আচমকা পাওয়ার ব্লক। এর জেরে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। কারেন্ট না থাকার জেরে বর্ধমান স্টেশন ভায়া সমস্ত শাখায় ট্রেন আটকে পড়ে। কর্ড ও মেইন দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত (Train Service Disrupted)। দিনের শুরুতেই কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে চরম দুর্ভোগে যাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে পাঁচটায় আচমকা পাওয়ার ব্লক (Bradhaman Station Power Block) হয়ে যায় বর্ধমান জংশন স্টেশনে (Bardhaman Junction Station)। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে। বর্ধমান-হাওড়া (Howrah- Bardhaman Train) কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিন সকালে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারেনি। একই অবস্থা হয় বর্ধমান রামপুরহাট শাখা (Bardhaman Rampurhat Division)ও বর্ধমান আসানসোল শাখাতেও (Bardhaman Asansol Division) সাংঘাতিক সমস্যা তৈরি হয়। বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ও লোকাল ট্রেন থেমে যায় (Local And Express Train Service Disrupted)। আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার (Visva Bharati Fast Passenger),ডাউন বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)।

মহিলা কামরা বাড়ানোয় রেল অবরোধ, মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল

পূর্ব রেলের সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী (Eastern Railway Ekalavya Chakraborty) বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭-৪০ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। তবে কী কারণে এই পাওয়ার ব্লক তা জানা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক। দিনের শুরুতেই বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে এমন বিপত্তিতে সাংঘাতিক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। দে়ড় ঘণ্টারও বেশি সময় প্রায় স্তব্ধ ছিল ট্রেন চলাচল।

Gobardanga Railway Station: হ্যাপি বার্থ ডে ডিয়ার গোবরডাঙা স্টেশন! মধ্যরাতে কেক কেটে ১৪০তম জন্মদিন পালন

দিনের শুরুতেই একসঙ্গে লোকাল থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন আটকে পড়ায় চরম দুর্ভোগ ট্রেন চলাচলে। বহু নিত্যযাত্রী কাজ ও পড়াশোনার কারণে বর্ধমান থেকে হাওড়া অথবা কলকাতায় আসেন। কর্মব্যস্ত দিনে সাত সকালেই বর্ধমান স্টেশনের এই বিপত্তিতে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়াতেই এই সমস্যা। প্রায় আটটা নাগাদ বিদ্যুৎ সমস্যা স্বাভাবিক হওয়ার পর একে একে ছাড়া হচ্ছে ট্রেন। কিন্তু দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে নিত্যযাত্রীদের উপছে পড়া ভিড়।

দেশের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *