Netaji Subhas Chandra Bose : নেতাজির স্মৃতি জড়ানো পুরুলিয়ার চট্টোপাধ্যায় বাড়ি, সংস্কারের উদ্যোগ – purulia chattopadhyaya house remembering netaji memory rennovation work starts


নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়ানো পুরুলিয়ার চট্টোপাধ্যায় বাড়ি সংস্কারের উদ্যোগ পরিবার এবং পুরপ্রধানের। সালটা ১৯৩৯, ৯ ডিসেম্বর৷ পুরুলিয়ায় (Purulia) আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। সেদিন নামোপাড়ার নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের বাড়িতে (Chattopadhyaya House) বেশ খানিকটা সময় ছিলেন তিনি৷ আর আজ ২০২২ এর ৯ ডিসেম্বর৷ এই দিনটি আজও মহা সমারোহে উদযাপিত হয় এই বাড়িটিতে৷ নেতাজিকে চোখে না দেখলেও, এহেন ব্যক্তিত্বের কথা বলতে গিয়ে আজও স্মৃতিমেদুর হয়ে পড়েন চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা৷ নেতাজির স্মৃতি বয়ে চলা বাড়িটি বর্তমানে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবারের এক সদস্য৷ এমনকি স্থানীয় পুরপ্রধান ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন এই বাড়ি সংরক্ষণের, তাও জানান তিনি৷

Trinamool Congress : তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাইকে আচমকা আগুন! রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
নেতাজির স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা পলেস্তরা খসা বাড়িটিতে প্রবেশ করলেই আজও শিহরণ জাগে বলেই জানান চট্টোপাধ্যায় পরিবারের সদস্য তথা আইনজীবী রাজর্ষি চট্টোপাধ্যায়৷ যদিও শুধুই পরিবারের বয়জ্যেষ্ঠ ব্যক্তিদের থেকে তিনি শুনেছেন নেতাজির তাঁর বাড়িতে আগমনের কাহিনি৷ তিনি নেতাজিকে চোখে দেখেননি৷ তাতে কী! নেতাজির কথা বলতে গিয়ে আজও উচ্ছ্বাস ধরা পড়ে পরিবারের সদস্যদের চোখেমুখে৷ রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই বাড়িতে ছিলেন ভাবলেই যেন গর্ব বোধ হয়। ১৯৩৯ এর ৯ ডিসেম্বর উনি হাওড়া-চক্রধরপুর ট্রেনে আসেন এবং আমাদের বৈঠকখানায় বিশ্রাম নেন৷ তখন কংগ্রেস ছেড়ে সদ্য গঠিত ফরওয়ার্ড ব্লক নিয়ে একটি মিটিংও করেছিলেন এখানে।

Maya Ghosh Passes Away : নাট্যব্যক্তিত্ব মায়া ঘোষের জীবনাবসান, শোকের ছায়া রঙ্গমঞ্চে
এরপর তিনি আমাদের এখানে মধ্যাহ্ন ভোজন সারেন এবং এখান থেকে বেরিয়ে নিজের কর্মসূচিতে যোগ দেন৷’’ তিনি বলেন, ‘‘যেদিন তিনি আমাদের বাড়িতে আসেন, তখন ওনার গায়ে জ্বর ছিল৷ আমাদের এক আত্মীয় তথা চিকিৎসক তাঁকে দেখেছিলেন৷ সেই দিন ওনার ৩০টি মিটিং ছিল। তবে এখানে তিনি রাত্রিযাপন করেননি৷ মধ্যাহ্ন ভোজন সেরেই তিনি বেরিয়ে পড়েন৷ তাঁর কর্মসূচি শেষে আদ্রা হয়ে ফিরে যান।’’এই বাড়িটি এটা মানভূম তথা পুরুলিয়াবাসীর গর্বের বিষয়৷ নেতাজির জন্মদিন আজও সাড়ম্বরে পালন করা এখানে৷ আর একথা নেতাজি সুভাষচন্দ্রের পরিবারের সদস্যরাও জানেন৷

Mayapur ISKCON : পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে গীতাকে, দাবি মায়াপুর ইসকনের
বর্তমানে এই বাড়িটি বিশেষভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এখানকার পুরপ্রধান নবেন্দু মাহালি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন এই বাড়িটি সংরক্ষণ করার৷ এই বাড়িটি মিউজিয়াম বা আর্কাইভ হতে পারে বলেও জানান তিনি৷ নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি জড়ানো বাড়িটি সংরক্ষণের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন পুরুলিয়াবাসী৷ এতদিনে তা পূর্ণতা পাবে বলেই মনে করছেন পুরুলিয়ার মানুষজন৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *