পৌষ মেলা হবে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সংশয় তৈরি হয়েছিল। এনিয়ে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয় বিশ্বভারতীর। কিন্তু, শেষ পর্যন্ত কোনও রফাসূত্র মিলল না। এই মেলা হবে ডাকবাংলোর মাঠে।
হাইলাইটস
- অনেকে আশা করেছিলেন যে এবার পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলার আয়োজন করা হবে
- এনিয়ে একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয় বিশ্বভারতীর
- বৈঠকের পরও কোনও রফাসূত্র না মেলায় এবারও ডাকবাংলোর মাঠে মেলা করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের
পৌষ মেলার জন্য মাঠ দেবে না বিশ্বভারতী। ঐতিহ্যবাহী পৌষ মেলা পূর্বপল্লির মাঠে হবে কি হবে না তা নিয়ে টানাপোড়েন চলছিলই। অবশেষে ঐতিহ্যবাহী পৌষমেলা যে হচ্ছে না তা নিশ্চিত হয়ে গেল বীরভূম জেলা প্রশাসনের তরফে বিকল্প মেলা করার কথা ঘোষণার মধ্যে দিয়ে। শুক্রবার বোলপুরে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক শেষে বীরভূমের জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, “বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হবে বৃহৎ আকারেই। চলতি মাসের ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা। এতদিন যেভাবে পৌষ মেলা হয়েছে ঠিক সেই রকম ভাবেই এই মেলার আয়োজন করা হবে। গ্রামীণ হস্ত শিল্পের সম্ভার, বিপণন এবং লোকশিল্পের সমন্বয়েই হবে এই মেলা।” জানা গিয়েছে, বীরভূম জেলা প্রশাসন, জেলা পরিষদ, বোলপুর পুরসভা সহ অন্যান্য নানা সংগঠনের উদ্যোগেই আয়োজিত হবে এই মেলা।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “ডাকবাংলো মাঠের পাঁচটি অংশতে এই মেলার ব্যবস্থা করা হবে বিভিন্ন কোম্পানির প্রদর্শনী থেকে শুরু করে সরকারি প্রদর্শনী এমনকী ছোট মাঝারি শিল্পীদের শিল্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে এই মেলাতে। ২৪ ডিসেম্বর মেলা প্রাঙ্গণে বাজি পোড়ানো হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে তা মেনেই বাজি পোড়ানো হবে। বিশ্বভারতীর তরফে সরাসরি কোনও সহযোগিতার না আসলেও বিশ্বভারতীর ট্রাস্টকে সঙ্গে নিয়ে এই মেলার আয়োজন করা হচ্ছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ