Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার কাজে নজরদারিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন নবান্নের – west bengal government create special task force to take firm steps for pradhan mantri awas yojana


West Bengal Local News জেলায় জেলায় BDO, SDO অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তৈরি হয়েছে বিশেষ পর্যবেক্ষক দল। তারপরেও অভিযোগের অন্ত নেই। আবাস যোজনা নিয়ে গুচ্ছ গুচ্ছ অপ্রীতিকর ঘটনার প্রমাণ মিলছে প্রতিদিনই। সমস্যা সমাধানে এবার বিশেষ টাস্ক ফোর্স (Special Task Force) গঠনের সিদ্ধান্ত নবান্নের। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে সরকারি পরিষেবা নিয়ে যাতে কোনওভাবেই জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার না হয়, তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণের খামতিতে নারাজ রাজ্য প্রশাসন।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার অভিযোগ যাচাইয়েও ঢিলেমি, জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার (PM Awas Yojana) নজরদারি নিয়ে আরও কড়া পদক্ষেপ নবান্নের। জরুরি ভিত্তিতে রাজ্য পঞ্চায়েত দফতর এবার তৈরি করল বিশেষ টাস্ক ফোর্স। ৯ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করল নবান্ন (Nabanna)। রাজ্য পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন-এর নেতৃত্বে এই টাস্ক ফোর্স কাজ করবে। নবান্ন সূত্রে খবর, জেলায় জেলায় সমীক্ষা, উপভোক্তাদের অভিযোগ সম্পর্কে তথ্য, সহ বিস্তারিত বিষয় নিয়ে কাজ করবে এই টাস্ক ফোর্স। অভিযোগের ভিত্তিতে দ্রুত বিভিন্ন জেলায় জেলায় পরিদর্শনও করবে এই টাস্ক ফোর্স।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনার সমীক্ষার কাজে গিয়ে বাধা পেলেন আশা কর্মীরা, কড়া অবস্থান নিচ্ছে রাজ্য
ভুঁড়িভুঁড়ি অভিযোগ আসায় দু’দিন আগেই আবাস বণ্টনে বিশেষ পর্যবেক্ষক দল তৈরি করে ছিল নবান্ন (Nabanna)। কিন্তু তাতেও ঠেকানো যায়নি জেলায় জেলায় বিক্ষোভ। রোজই সমীক্ষা কর্মীদের হেনস্থা হওয়ার খবর আসতে থাকে। আবাস বণ্টনের কাজটি নির্ভুল ভাবে করার জন্য একুশ জন উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করে নবান্ন। যাঁদের মধ্যে রাখা হয় আইএএস পদমর্যাদার ৩ জন অভিজ্ঞ আধিকারিককে। কেন্দ্রীয় সরকার এর আগে একাধিকবার অভিযোগ তুলেছে, এ রাজ্যে গ্রামীণ উন্নয়নের অর্থ নয়ছয় হয়েছে। তাই এ বার সেই অভিযোগ গোড়াতেই নির্মূল করতে এমন পর্যবেক্ষকদের ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও দমেনি সমস্যা। দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে তাই এবার নবান্নের ভরসা এই নয় সদস্যের স্পেশাল টাস্ক ফোর্স।

Pradhan Mantri Awas Yojana : আবাস যোজনা নিয়ে বিক্ষোভ অব্যাহত, গ্রামবাসীদের বাধার মুখে সমীক্ষা কর্মীরা
সম্প্রতি কেন্দ্রীয় আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পে ৮২০০ কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রাপ্ত অর্থে প্রায় ১১ লাখ নতুন ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। আবাস যোজনার বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি হয়েছে বিস্তর। সরকারি প্রকল্পগুলিতে যাতে কোনওভাবে কারচুপি না হয়, সে ব্যাপারে কিছু শর্ত বরাদ্দ করেছে কেন্দ্র। পাশাপাশি, ঘর বন্টনে ত্রুটিমুক্ত ব্যবস্থা নিয়ে একটি উচ্চ পর্যায়ে পর্যবেক্ষক দল গঠন করেছে নবান্ন। আইএএস পদাধিকারী সহ একাধিক আমলাকে রাখা হয়েছে সেই টিমে। এবার নতুন সংযোজন বিশেষ টাস্ক ফোর্স।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *