Suvendu Adhikari : বড় স্বস্তি শুভেন্দুর, হাইকোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR নয় – calcutta high court orders not to take any fir against suvendu adhikari without court permission
Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 9 Dec 2022, 4:59 pm

 

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে আর কোনও FIR দায়ের করা যাবে না। শুক্রবার এমনটাই স্পষ্ট নির্দেশ দিল আদালত। জেনে নিন বিস্তারিত খবর …

 

 

হাইলাইটস

  • কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া আর কোনও নতুন FIR দায়ের করা যাবে না।
  • শাসকদলের আচরন নিয়েও প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশ ছাড়া আর কোনও নতুন FIR দায়ের করা যাবে না। FIR খারিজ ছাড়াও শাসকদলের আচরন নিয়েও প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর মন্তব্য, “আদালতের সন্দেহ বিরোধী দলনেতার ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট করার চেষ্টা হচ্ছে। রাজ্য পুলিশ হয় নিজে না হয় শাসকদলের কথায় বিরোধী দলনেতার সামাজিক জীবনযাত্রাও পণ্ড করতে চাইছে। পরিকল্পিতভাবে ভেবেচিন্তেই এই কাজ করা হচ্ছে।” অধিকাংশ FIR এর নথি পর্যবেক্ষণ করে বিচারপতির বক্তব্য, “এই FIR অযৌক্তিক।” শুক্রবার এমনটাই জানিয়েছে আদালত।

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের সমস্ত FIR-এ স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
বৃহস্পতিবারই রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর উপর হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানিয়ে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। FIR-এ স্থগিতাদেশ দিয়ে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষে গ্রহণ করা যাবে না। সামান্য বিষয় নিয়েও তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, “এ নিয়ে দ্বিতীয় বা তৃতীয়বার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক FIR হচ্ছে। বিভিন্ন থানায় যে কোনও বিষয়ে FIR দায়ের করা হচ্ছে। অথচ, আদালতের নির্দেশ ছিল, কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছিল।”

 

Calcutta High Court: হাসপাতালে ৪৫ দিন সেবা করতে হবে, আদালত অবমাননার নজিরবিহীন শাস্তি কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP MLA Suvendu Adhikari) বিরুদ্ধে দায়ের হয়েছে মোট ২৬টি অভিযোগ। এ বিষয়ে আদালত এর পর্যবেক্ষণ- শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিরোধী দলের নেতা। এই ভাবে তাঁর বিরুদ্ধে একের পর FIR করে পুলিশ। জনগণের জন্য তার কাজ স্তব্ধ করার চেষ্টা চলছে। সেই উদ্দেশেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা হচ্ছে একের পর এক মামলা বলে মনে করছে আদালত। প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Father) দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে এই নোটিশ পাঠানো হয়। আগামী ১৯ ডিসেম্বর এই মামলায় তাঁকে আলিপুর আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *