Trinamool Congress : উর্দি পরে তৃণমূলের অনুষ্ঠানে, শোকজ করা হল বর্ধমানের ট্রাফিক ওসিকে – bardhaman traffic police present in tmc programme creates controversy
West Bengal News উর্দি পরে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করে বিতর্কে বর্ধমান গোলাপবাগ সাব পোস্টের ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) পরিচালিত একটি অনুষ্ঠানে মঞ্চে উর্দি পরিহিত অবস্থায় দেখা যায় তাঁকে। এমনকি তৃণমূলের তরফে ওই মঞ্চ থেকেই তাঁকে দেওয়া হল সম্বর্ধনা। ঘটনা বর্ধমান (Bardhaman) শহরের খাগড়াগড় (Khagragarh) মোড় এলাকায়। এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। ঘটনায় একযোগে সমালোচনায় নেমেছে স্থানীয় কংগ্রেস ও BJP নেতৃত্ব। অন্যদিকে, খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল প্রশাসন। অভিযুক্ত ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে।

Trinamool Congress : ‘দেখে নেব! খেলা শুরু…’, দলীয় নেতাদেরই হুমকি তৃণমূল বিধায়কের!
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার খাগড়াগড় (Khagragarh) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উদ্যোগে খাগড়াগড় মোড় এলাকায় একটি মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই মঞ্চেই উর্দি পরিহিত অবস্থায় দেখা যায় বর্ধমানের ট্রাফিক OC (গোলাপবাগ সাবপোস্ট) বিশ্বনাথ পাইন’কে। মঞ্চেই তাঁকে সম্বর্ধনাও দেওয়া হয়। সেই ছবি ছড়িয়ে পড়তেই ওঠে সমালোচনার ঝড়। একটি রাজনৈতিক দলের পরিচালিত অনুষ্ঠানে একজন উর্দিধারীর এভাবে অংশগ্রহণ করা উচিত, প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। পুলিশি ব্যবস্থায় রাজনৈতিক দলের হস্তক্ষেপ নিয়ে এর আগেও একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। বৃহস্পতিবারের ঘটনাতেও তার অন্যথা হয়নি। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। এহেন ঘটনার অভিযোগ পৌঁছয় জেলা পুলিশের সুপারের কাছে। জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন, ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে শোকজ করা হয়েছে।

 

TMC vs BJP : দিনহাটায় BJP নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা, অভিযোগের তির TMC-র দিকে
বিষয়টি নিয়ে BJP বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায় জানান, “এই অভিযোগই তো আমরা দীর্ঘদিন ধরে করছি। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।.আজ তা প্রমানিত হল।.পুলিশ তৃনমূলের দলদাসে পরিণত হয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। কাজেই পুলিশ যে তার নিরপেক্ষ ভূমিকা পালন করবে না, তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে।” তবে জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “ওটা একটা সমাজিক অনুষ্ঠান ছিল। ডেঙ্গির সময় এলাকার গরীব মানুষকে মশারি বিতরণ করা হচ্ছিল। নিতান্তই সামাজিক সেবামূলক একটি অনুষ্ঠান। যদিও আমাদের দলের ব্যানারে ওটা হচ্ছিল। এখন সেখানে ওই অফিসার ডিউটিরত অবস্থায় হাজির ছিলেন কিনা, সেটা প্রশাসনিক আধিকারিকরা বলতে পারবেন।”

Trinamool Congress : বস্ত্র বিতরণের টোকেন বিলিকে কেন্দ্র করে পার্টি অফিস ভাঙচুর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান
ঘটনার সমালোচনা করেছে স্থানীয় কংগ্রেস (Congress) নেতৃত্বও। জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার বলেন, “পুলিশ, প্রশাসন এবং তৃণমূল এই তিনটে হচ্ছে সমার্থক। এর আগেও আমরা এরকম ধরনের ঘটনা বহুবার দেখেছি। পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে দলের তরফে পরিচালনা করা হয়। এটা নতুন কিছু নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *