WB Primary TET 2022 : রবিবার টেট, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত NBSTC-র – north bengal nbstc will drive extra buses for primary tet exam on sunday


West Bengal News রবিবার রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের টেট পরীক্ষা (Primary Tet Exam, 2022)। উত্তরবঙ্গের পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিল এনবিএসটিসির (NBSTC)। ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি মিটিং সেরে ফেলেছেন সংস্থার কর্তারা। বিভিন্ন ডিভিশনে এ ব্যাপারে নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে এনবিএসটিসি (NBSTC) তরফে।

Primary TET 2022 Admit Viral: পরীক্ষার সিট পড়েছে দুবাই ও লাহোরে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেটের অ্যাডমিট কার্ড
উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায় শতাধিক বাস চালাবে পরিবহন সংস্থা এনবিএসটিসি (NBSTC)। কোচবিহার (Cooch Behar) ডিভিশনের পাশাপাশি অন্যান্য ডিভিশনের এই বাস চালানো হবে। বিষয়টি নিয়ে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “টেট পরীক্ষার (Tet Exam) দিন যাতে পরীক্ষার্থীরদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ১২০ টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। প্রয়োজনে আরও বাস চালানো হবে। ইতিমধ্যে বিভিন্ন ডিভিশনে এর প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে।”

Primary TET: রবিবার টেট, পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকবে বিশেষ ব্যবস্থা
কোচবিহার (Cooch Behar) জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ১১ ডিসেম্বর গোটা রাজ্যের সঙ্গে কোচবিহার জেলাতেও টেট পরীক্ষা (Tet Exam) অনুষ্ঠিত হবে। কোচবিহারে (Cooch Behar) প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা (Tet Exam) দেবেন। ৬৯টি পরীক্ষা কেন্দ্রে (Exam Centre) পরীক্ষা নেওয়া হবে। ওইদিন সকাল আটটা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন প্রতিটি হল ঘরে CCTV ক্যামেরা থাকবে। এছাড়া প্রতিটি একটি করে দেয়াল ঘড়ি থাকবে। কোচবিহারের (Cooch Behar) এক একটি সেন্টারে ৩০০ থেকে সর্বোচ্চ এক হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। ইনভিজিলেটার ও ইনচার্জারা সকাল ৯ টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে। পরীক্ষার্থীরা সাড়ে নটায় সেন্টারে ঢুকে পড়বে। এগারোটার পরে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের বাইরে জেরক্স ও নেটের দোকান বন্ধ থাকবে। মাইক বাজানো বন্ধ থাকবে।

WB Primary TET Exam 2022 : রবিবার প্রাথমিক টেট, পূর্ব মেদিনীপুরে সব প্রস্তুতি সেরে ফেলল জেলা প্রশাসন
শিক্ষক নিয়োগ নিয়ে নানা জলঘোলার মাঝে পাঁচ বছর পর আগামী ১১ ডিসেম্বর হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (Primary Tet Exam 2022)। সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য প্রস্তুত কোচবিহার জেলা প্রশাসন। পর্যাপ্ত পরিমাণ পরিবহনের ব্যবস্থা যেমন করা হচ্ছে তেমনি থাকযে মেডিক্যাল টিম, পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ যাতে ঠিক থেকে সেদিকেও লক্ষ্য রাখা হবে। প্রতিটি মহকুমায় বিশেষ নজদারির টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থীরা যাতে নিয়ম ঠিকঠাক মেনে চলে সেদিকে বিশেষ নজর থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *