West Bengal Police : পুলিশের উদ্যোগে প্রথমবার ‘মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ২০২২’ প্রতিযোগিতা, উচ্ছ্বসিত বর্ধমানবাসী – first time mr west bengal competition held in bardhaman initiation by wb police
West Bengal Local News স্বাস্থ্যই সম্পদ৷ এই বার্তা দিতে এবং আগামী প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে পুলিশের উদ্যোগে রাজ্যে প্রথমবার মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ২০২২ (Mr. West Bengal National) প্রতিযোগিতা (Competition) অনুষ্ঠিত হল৷ বর্ধমানের (Bardhaman) সংস্কৃতি লোকমঞ্চে এই অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। স্বাভাবিক উপায়ে শরীর গঠনকারীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা। চারটি বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে ২৫০ জন প্রতিযোগী অংশ নেন৷ এছাড়াও পুলিশদের জন্য ছিল ফিট কপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা, যেখানে প্রায় ৫০ জন প্রতিযোগী অংশ নেন বলে জানা গিয়েছে৷ এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বসিত প্রতিযোগীরাও৷

Darjeeling Hill Marathon 2022: ‘গো গ্রিন’ বার্তা দিয়ে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল দার্জিলিঙ হিল ম্যারথন
পূর্ব বর্ধমান জেলা পুলিশ (East Burdhaman District Police) এবং ফ্রেন্ডস ইন নিড অ্যান্ড ডিড (ফিন্ড) নামে এক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বর্ধমানের (Bardhaman) সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত হয় মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল এবং ফিট কপ চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতা। জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এছাড়াও সমস্ত জেলা থেকে বেঙ্গল পুলিশের (WB Police) প্রায় ৫০ জন পুলিশ কর্মী এই ফিট কপ চ্যালেঞ্জে অংশ নিয়েছেন।

 

Powerlifting Competition : সংসার সামলে ফের সফল দুর্গাপুরের বধূ, নিউজিল্যান্ডে জয়জয়কার সীমার
গোটা রাজ্যে এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম হচ্ছে বলেও পুলিশের তরফে দাবি করা হয়। এই প্রতিযোগিতার মূল বিষয়ই ছিল, ন্যাচারাল বা স্বাভাবিকভাবে নিজেদের শরীর গঠন যাঁরা করেছেন, তাঁদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা। চারটি বিভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পুলিশের তরফে বলা হয়, বর্তমান সময়ে যুব সমাজ নানান রকমের নেশায় আসক্ত হয়ে পড়ছে৷ সেই জায়গা থেকে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় বলেন, “এই অনুষ্ঠানে থাকতে পেরে আমরা আনন্দিত৷ পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই অনুষ্ঠানের অংশ হিসেবে থাকায় ভালো লাগছে৷ রাজ্যে এই ধরনের অনুষ্ঠান প্রথম৷”

Commonwealth Powerlifting Championship 2022 : ঝুলিতে ৬ টি স্বর্ণ পদক, দুর্গাপুরের অ্যাথলিট সীমা ফিরতেই উচ্ছ্বাস অনুরাগীদের
তিনি জানান, ফিট কপ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় পুলিশের তরফে অনেকে অংশ নেন৷ কলকাতা পুলিশের (Kolkata Police) অনেকে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলেও জানান তিনি৷ তিনি বলেন, “মিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাচারাল প্রতিযোগিতাটিও খুব গুরুত্বপূর্ণ৷ কারণ আমাদের যুব সমাজ যত স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবেন, তত সমাজ শক্তিশালী হবে৷ বর্ধমানের বাইরে থেকেও অনেকে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে৷” এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরাও৷ ‘স্বাস্থ্যই সম্পদ’ এই বার্তা দিতে ও তাদের সচেতন করতেই পুলিশের পক্ষ থেকে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *