Abhishek Banerjee : ‘অভিষেক যাহা পে খড়া হোতা হ্যায়…’, শুভেন্দুকে ‘কালিয়া’ খোঁচা কুণালের – kunal ghosh says suvendu adhikari is calling jodi adityanath to address contai meeting to counter abhishek banerjee


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করার জন্য বঙ্গ বিজেপি কাফি নয়। তাই দেশের প্রথম সারির গেরুয়া শিবিরের নেতাদের নামানো হচ্ছে। এমনটাই মন্তব্য করলেন বাংলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই মর্মে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন। শুভেন্দু অধিকারী তাঁকে এ রাজ্যে নিয়ে আসতে চাইছেন বলেও জানিয়েছেন শনিবার একটি টুইট করে কুণাল ঘোষ বলেন, “অভিষেক যাহা খড়া হোতা হ্যায়, শুভেন্দু কা লাইন ওয়াহি সে শুরু হোতা হ্যায়।”

Abhishek Banerjee TMC : নন্দীগ্রামে ফের ভোট হবে, প্রত্যয়ী হুঙ্কার অভিষেকের
শুভেন্দুকে কটাক্ষ কুণালের

এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একটি টুইট করেন কুণাল ঘোষ। যেখানে তিনি লেখেন, “বঙ্গ BJP শিবিরের সমস্ত নেতা মিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলা করতে পারছে না। তাঁকে টক্কর দেওয়ার জন্য এখানে কোনও নেতা নেই। তাই শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথকে এখানে নিয়ে আসতে উদ্যত হয়েছেন। কাঁথির জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা। আসলে মুখ বাঁচানোর চেষ্টা।” এরপরই কুণাল ঘোষের সংযোজন, “অভিষেক যাহা খড়া হোতা হ্যায়, শুভেন্দু কা লাইন ওয়াহি সে শুরু হোতা হ্যায়। AB=Yogi+….”

Suvendu Adhikari : হাজরা, কাঁথিতে সভার পথে শুভেন্দু, অনুমতি নিয়ে সংশয়
কাঁথিতে অভিষেকের জনসভা

মাত্র কয়েকদিন আগেই, কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে কয়েকশো মিটার দুরে শনিবার জনসভা করেন অভিষেক। সেখান থেকেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর বাবা ও ভাইয়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সাংসদ। বলেছিলেন, “বাড়িতে দু’জন সাংসদ আছে। তৃণমূলের প্রতীকে জিতে এখন BJP-তে গিয়ে কানামাছি ভোঁ ভোঁ করা হচ্ছে! নিজেদের মর্যাদা থাকলে, যে দিন BJP-র মঞ্চে গিয়েছিলেন, যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ইস্তফা পাঠিয়ে দিয়ে যেতে পারতেন। মেরুদণ্ড থাকলে ইস্তফা দিন। কাঁথি ও তমলুকে উপ নির্বাচন হোক। মানুষ প্রমাণ করে দেবে, কার সঙ্গে আছে।”

Suvendu Adhikari : ‘বোমা তৈরি করছিলেন তৃণমূল নেতা’, ভূপতিনগর বিস্ফোরণে NIA তদন্তের দাবি শুভেন্দুর
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুকে বলতে শোনা যায়, “১২, ১৪, ২১ ডিসেম্বর দিনগুলি খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” এর মধ্যে ১২ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা দক্ষিণ কলকাতার হাজরায় জনসভা করবেন বিরোধী দলনেতা। সেই সভা থেকেই কোনও বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। পালটা ডিসেম্বরের তারিখ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন কুণাল ঘোষ। শুভেন্দুকে কটাক্ষ করে লেখা একটি টুইটে এদিন তিনি বলেন, “একজন শিক্ষানবীশ জ্যোতিষি ডিসেম্বরের তারিখ নিয়ে একাধিক ভবিষ্যদ্বাণী করে চলেছেন। এবার আমি একজন চর্চিত এবং জনপ্রিয় জ্যোতিষির থেকে ডিসেম্বরের কিছু গুরুত্বপূর্ণ তারিখ জেনে এসেছি। তিনি আমায় বলেছেন ডিসেম্বরে বিয়ের তারিখ ছাড়া আর কোনও গুরুত্বপূর্ণ তারিখ নেই। কিন্তু ২ জানুয়ারি দিনটি খুবই উল্লেখযোগ্য। ওইদিন বেলা ১২টায় নজর থাকবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *