লক আপের প্রথম সিজনের (Lock Upp Season1) জনপ্রিয় কনটেসট্যান্ট আলি মার্চেন্ট (Ali Merchant) শুক্রবার রাতে তাঁর জন্মদিনের এলাহি পার্টি (Birthday Party) থ্রো করেছিলেন। আর সেখানেই এক আজব কাণ্ড করলেন। সানগ্লাস দিয়ে কেক কেটে অবাক করলেন সকলকে। আর কী কী হল আলি মার্চেন্টের পার্টির অন্দরে? দেখে নিন ভিডিয়োতে (Bengali Video)।
