শুক্রবার রাতে বারুইপুরের ধপধপি রোডে প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বাড়িতে দুষ্কৃতীরা দু’টি বোমা ছোড়ে বলে অভিযোগ৷ পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷

হাইলাইটস
- পঞ্চায়েতের আগে বারবার উত্তপ্ত বাংলার মাটি।
- বারুইপুরে প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকের বাড়িতে দু’টি বোমা মারার অভিযোগ।
- আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা পাঁচ মিনিট নাগাদ বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডে প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের বাড়িতে হঠাৎই বিকট আওয়াজ হয়৷ এতে কেঁপে ওঠে প্রায় গোটা এলাকা৷ সেখানে দুষ্কৃতীরা দু’টি বোমা ছোড়ে বলে অভিযোগ৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। নিকুঞ্জবাবুর অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর বাড়িতে দু’টি বোমা মেরেছে। নিকুঞ্জবাবু বলেন, ‘‘আমরা ১৯৮৩ সাল থেকে বাড়ি করে এখানে আছি৷ এত বছরে কোনও দিন কারও সঙ্গে ঝুট ঝামেলা কিছুই হয়নি৷ ভালোভাবেই সবাই মিলেমিশে বাস করি এখানে৷ অথচ গতকাল রাতে যা ঘটল তাতে ভীষণ ভয়ে আছি৷’’
তিনি আরও বলেন, ‘‘এগারোটা নাগাদ আমরা ঘরে খাচ্ছিলাম৷ হঠাৎ বিকট আওয়াজ হয়৷ এসে দেখি একটা ঘর পুরো ধোঁয়ায় ভরে গিয়েছে, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছিল না৷ এরপর ফের আরও একটা বোমা ছোড়ে দুষ্কৃতীরা৷ এরপর আলো জ্বালিয়ে দেখি বিছানায় এবং আরও কয়েক জায়গায় আগুন জ্বলছে৷’’ তিনি বলেন, ‘‘আমার বয়স ৯০ বছর৷ আমার স্ত্রীরও ৮০ বছর বয়স৷ সকালে ছেলে অফিসে বেরিয়ে গেলে আমরা এই দু’জন বয়স্ক মানুষ থাকি৷ এই ঘটনার পর ভীষণ অসহায় লাগছে৷ রীতিমতো আতঙ্কে আছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি৷’’ খবর পেয়ে পুলিশ এসে বোমার নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে বলেও জানান তিনি৷ নিকুঞ্জবাবুর ছেলে দিব্যেন্দু দাস বলেন, ‘‘এই এলাকায় এর আগে কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি৷ আমাদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই৷ কেন বা কারা এই বোমা মেরেছে কিছুই বুঝতে পারছি না৷ আমি চাই তদন্ত করে পুলিশ দুষ্কৃকীদের খুঁজে বের করুক এবং কারা কী উদ্দেশ্যে আমাদের বাড়িতে বোমা মারল সেটা বের করুক৷’’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
