হুগলি জেলার গোঘাট থানার টিলারি ক্যাম্পে এক আধিকারিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের ASI পদে কর্মরত ছিলেন তিনি ৷ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷
হাইলাইটস
- পুলিশ ক্যাম্পের মধ্যেই এক আধিকারিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
- ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত টিলারি ক্যাম্পে।
- তাঁর মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে পুলিশ মহলে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতোই শুক্রবার রাতে খাওয়া দাওয়া করে ক্যাম্পে নিজের ঘরে ঘুমোতে যান বুদ্ধবাবু। কিন্তু শনিবার সকাল ১১টা পর্যন্ত তিনি ওঠেননি এবং সবাই ডিউটিতে চলে গেলেও, তিনি যাননি দেখে টিলারি ক্যাম্পের একজন কনস্টেবল তাঁকে ডাকতে যান বলে দাবি। আরও দাবি, কোনও সাড়া শব্দ না পেয়ে তিনি গোঘাটের বদনগঞ্জ বিট হাউসে (Badanganj Beat House) ফোন করেন। এরপর গোঘাট থানার OC শৈলেন উপাধ্যায় খবর পেয়ে অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং ASI বুদ্ধ ভগতকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে (Kamarpukur Rural Hospital) ভর্তি করেন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই পুলিশ কর্মীর মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গোঘাট থানার OC শৈলেন উপাধ্যায়ের দাবি, গতকাল রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন ASI বুদ্ধ ভগত৷ তবে সকাল ১১টা বেজে যাওয়ার পরও তিনি নীচে না নামায় ওই ক্যাম্পের এক কনস্টেবল তাঁকে ডাকতে যান৷ কোনও সাড়াশব্দ না পেয়ে ওই কনস্টেবল বদনগঞ্জ বিট অফিসে ফোন করে জানান৷ তখনই বিট অফিসের আধিকারিক তিনি এবং থানার কয়েক পুলিশকর্মী এসে তাঁকে টিলারি ক্যাম্প থেকে হাসপাতালে নিয়ে আসেন৷ উনি টিলারি ক্যাম্পের ইনচার্জ ছিলেন বলেও জানা গিয়েছে৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে৷ ক্যাম্পের সকলেই সহকর্মীকে হারিয়ে শোকাহত৷ তাঁর খবর পরিবারে জানানোর পরই শোকের ছায়া নেমেছে এসেছে সেখানেও৷ তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা জানা যায়নি৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তাঁর মৃত্যু রহস্যের কিনারা হবে বলেই দাবি পুলিশের৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ