Income Tax : ফের রাজ্যে বড়সড় আয়কর হানা, বর্ধমানে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলল তল্লাশি – bardhaman income tax search operation in different organizations


Produced by Suman Majhi | Lipi | Updated: 10 Dec 2022, 4:34 pm

ফের রাজ্যে আয়কর হানা। বর্ধমান শহরের একাধিক সংস্থার অফিসে হানা চলে বলে খবর। আয়কর আধিকারিকরা গাড়ি নিয়ে চলে যান৷ সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া সময় দেননি তাঁরা৷

 

Income Tax
রাজ্যে আয়কর হানা

হাইলাইটস

  • রাজ্য ফের বড়সড় আয়কর হানা।
  • 24 ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও বর্ধমান শহরের একাধিক সংস্থার অফিসে আয়কর হানা চলে বলে খবর।
  • যদিও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া সময় দেননি তাঁরা৷
রাজ্য ফের বড়সড় আয়কর হানা। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও বর্ধমান (Bardhaman) শহরের একাধিক সংস্থার অফিসে আয়কর হানা চলে বলে খবর। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে বর্ধমানের বিভিন্ন সংস্থায় আয়কর (Income Tax) আধিকারিকরা তল্লাশি চালান৷ শনিবার সকালেও তাঁদের তল্লাশি অভিযান অব্যাহত ছিল৷ তবে শনিবার তল্লাশি শেষে আয়কর আধিকারিকরা গাড়ি নিয়ে চলে যান৷ যদিও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া সময় দেননি তাঁরা৷ আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের সিটি টাওয়ার সংলগ্ন এলাকায় বালাজি, নিউ বালাজি, নিউ ভারত, জয় বালাজি ও মা শান্তি অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামে একাধিক সংস্থার অফিসে চলে আয়কর হানা। এছাড়াও পূর্ব বর্ধমানের উচালন, সগড়াই, পালিতপুর ও বীরভূমের রামপুরহাটে সংস্থাগুলির একাধিক কারখানায় আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। আরও জানা গিয়েছে, এই সংস্থাগুলোর রাইস মিল রয়েছে৷

Uttar 24 Pargana : ক্রেতা সেজে পাকড়াও পাচারকারী, বনগাঁ থেকে উদ্ধার একশো বিরল প্রজাতির কচ্ছপ
আয়কর দফতর সূত্রে খবর, বীরভূম জেলার সঙ্গে বর্ধমানের রাইস মিলের যোগাযোগ আছে বলে জানাতে পেরেছেন আয়কর কর্তারা৷ বীরভূমে সেই সংস্থার একটি রাইস মিল রয়েছে বলে জানা গিয়েছে। ওই সংস্থার ব্যবসায়িক লেনদেন দেখে সন্দেহ হয় আধিকারিকদের৷ কোন কোন ব্যক্তি বা সংস্থার সঙ্গে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান লেনদেন করে বা অতীতে করেছে, তা আয়কর আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেই সংক্রান্ত প্রমাণ বা তথ্য তালাশ করতেই বর্ধমানের বিভিন্ন সংস্থায় এদিন আয়কর দফতরের আধিকারিকরা হানা দেন বলে সূত্রের খবর৷ যদিও সেই সংস্থার নাম জানা যায়নি৷ তবে ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও অভিযান জারি রাখেন আয়কর দফতরের আধিকারিকরা৷

Asansol News: শিয়ালের ফাঁদে আটক হায়না! বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর দেখা মিলল আসানসোলে
উল্লেখ্য, দিনকয়েক আগেই হিন্দমোটরের একটি আবাসনে হানা দিয়েছিল আয়কর দফতর। তবে ঠিক কী কারণে তল্লাশি অভিযান, তা জানা যায়নি। সকাল ছটা থেকে কেন্দ্রীয় সরকারের আয়কর দফতরের একটি প্রতিনিধি দল এই তল্লাশি অভিযান চালায়৷ হিন্দমোটর নিউ স্টেশন রোড সুমঙ্গল রিজেন্সি আবাসনের দোতলা বসবাস করা রাজেশ ধনধনিয়ার আবাসনে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালান৷ তিনটে গাড়ি করে ন’ জন আধিকারিক আসেন৷ কিছুক্ষণ পর দু’টি গাড়ি বেরিয়ে গিয়ে একটি প্রিন্টার মেশিন নিয়ে ফের সেখানে হাজির হয়। সূত্রের খবর, শেয়ার মার্কেট এবং একাধিক বাণিজ্যিক সংস্থার কর্ণধার রাজেশ ধনধনিয়া। এদিন বর্ধমানে এসে শুক্রবার সকালে থেকে শনিবার সকালে পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *