দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ জয়নগরে। কুতলিতে কার্যক্রম সেরে জয়নগর ফেরার পথে নতুন হাট বাজারে গিয়ে বিক্ষোভ মুখে পড়েন তিনি।
হাইলাইটস
- 100 দিনের কাজের টাকা মিলছে না, সেই দাবিতেই বিক্ষোভ জয়নগরে
- সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা চালানোর অভিযোগ
- এই ঘটনার প্রতিবাদে বালুরঘাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি
গাড়ি ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, তৃণমূল কর্মী-সমর্থকরা একাজ করেছেন। তিনি বলেন, “আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। লাঠি নিয়েও চড়াও হয় কেউ কেউ। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আমি সুস্থ আছি। তবে গাড়ির ওয়াইপার ভেঙে দেওয়া হয়েছে। সামনে পুলিশ থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “যেসব পোস্টার দেখানো হচ্ছিল তা প্রিন্ট বের করে আনা হয়। তাই এই বিক্ষোভ আগে থেকেই পরকিল্পিত। ওরা বলছিল সুকান্ত মজুমদার জবাব দাও। মুখ্যমন্ত্রী চুরি করবে, আর জবাব দেবে সুকান্ত মজুমদার! এদের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই হবে।”
উল্লেখ্য, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের রূপায়ণে অনিয়মের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা। একশো দিনের কাজের পাশাপাশি গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পেও বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। কিছু দিন আগে কেন্দ্র বাকি দু’টি প্রকল্পের বরাদ্দ অনুমোদন করলেও একশো দিনের কাজের টাকায় এখনও অনুমোদন মেলেনি। আর এনিয়ে কখনও জনসভা আবার কখনও প্রশাসনিক সভা থেকে এনিয়ে সুর চড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। কেন্দ্র সেই টাকা আটকে রাখার ফলেই রাজ্যে ১০০ দিনের কাজ করানোর পরও টাকা দেওয়া যাচ্ছে না বলে দাবি করেন। আর তারপরই শনিবার এনিয়ে সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।
এর প্রতিবাদে বালুরঘাটে পথ অবরোধ করে বিজেপি। বালুরঘাট টাউন মণ্ডলের তরফে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বালুরঘাট নারায়ণপুরে। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পথ অবরোধের জেরে আটকে পরে দূরপাল্লার গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় পরিস্থিতি।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ