TMC-BJP Clash : দিনহাটায় BJP নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ, ক্ষমা চাইতে গেলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান – trinamool panchayat pradhan went to bjp leader house to apologize


বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। তাঁর বাড়িতে ক্ষমা চাইতে যান দিনহাটা বড়শালদলের গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সহ দলের কর্মীরা।

 

Cooch Behar TMC

হাইলাইটস

  • BJP নেতা বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ
  • ওই বিজেপি নেতার বাড়িতে ক্ষমা চাইতে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস
  • বিজেপি নেতার বাড়িতে কারও দেখা না পাওয়ায় ক্ষমা চাইতে পারেননি তিনি
West Bengal Local News : BJP-র মণ্ডল সভাপতি (Mandal President House) বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে শনিবার তাঁর বাড়িতে ক্ষমা (Apologize) চাইতে যান দিনহাটা বড়শালদলের গ্রাম পঞ্চায়েতের প্রধান (Panchayat Pradhan) তথা তৃণমূলের নেতা তাপস দাস সহ দলের কর্মীরা। তবে ওই বাড়িতে কেউ না থাকায় এদিন তাঁদের সঙ্গে দেখা হয়নি বলেই জানান তাপসবাবু। ৩ ডিসেম্বর রাতে দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বাজারে তৃণমূল-BJP সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনার পরই আমবাড়ি বাজারে BJP-র মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। BJP অভিযোগ ছিল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে ওই ভাঙচুর করিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেন মন্ত্রী। TMC vs BJP : দিনহাটায় BJP নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা, অভিযোগের তির TMC-র দিকে
এরপর তৃণমূল কর্মীদের উপর BJP-র হামলার অভিযোগে পরদিন সন্ধ্যায় তৃণমূলের প্রতিবাদ মিছিল চলাকালীন মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে ফের ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেজন্যই শনিবার গ্রামের বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাপস দাস মণ্ডল সভাপতির বাড়িতে যান ক্ষমা চাইতে। তিনি বলেন, “আমবাড়ি এলাকায় বাড়ি বাড়ি ঘোরা হচ্ছে। মানুষ সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজ নিচ্ছি। সেদিন ভাঙচুরের ঘটনাটি ঘটলেও, আমরা চাই সবাই মিলে শান্তিপূর্ণভাবে থাকতে। ওরা থাকলে ক্ষমা চেয়ে নিতাম। আমি মনে করি না, কোনও বাড়ি ভাঙচুর করে দলের শ্রীবৃদ্ধি করা সম্ভব।” তাঁর দাবি, এই বাড়ি থেকেই সেদিন গণ্ডগোল হয়েছিল। তাই হয়তো ভাঙচুর হয়েছে। TMC vs BJP: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা, গুরুতর জখম ২ তৃণমূল কর্মী
এদিকে, শুক্রবার গোসানিমাড়ি এক গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফুলবাড়ি গ্রামের দুই বাসিন্দা যতীন বর্মন ও পরিমল দেবনাথ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে BDO-র কাছে আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য বিনোদ চন্দ্র বর্মন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে কয়েক বছর আগে দু’জনের কাছ থেকেই দশ হাজার টাকা করে নিয়েছেন। কিন্তু, বছরের পর বছর কেটে গেলেও, ঘর তো তাঁরা পাননি, উলটে টাকা ফেরত চাইতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছেন ওই পঞ্চায়েত সদস্য। আরও অভিযোগ, সম্প্রতি আবাস যোজনার যে খসড়া তালিকা বের হয়েছে, তাতেও নাম নেই ওই দুই বাসিন্দার। Udayan Guha : দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, দিনহাটায় জোরদার জনসংযোগ উদয়নের
যদিও অভিযুক্ত পঞ্চায়েত সদস্য বিনোদ চন্দ্র বর্মন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে দলে আমার বিরোধী লোকেদের সঙ্গে হাত মিলিয়ে এসব অভিযোগ করে আমার নামে কুৎসা ছড়াতেই এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” এবিষয়ে দিনহাটা-১ ব্লকের BDO মদনমোহন মুর্মু বলেন, “অভিযোগ পেলে তা দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *