পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী প্রচার করতে ব্যস্ত সবাই। দিনহাটায় জনসংযোগ করতে দেখা গেল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে।
হাইলাইটস
- বছর ঘুরলেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত নির্বাচন হতে পারে
- রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করতে শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল
- দিনহাটায় জনসংযোগ করতে দেখা গেল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে
শনিবার সকালে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খণ্ড ভাংনী গ্রামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গেলে সেখানে মন্ত্রীকে কাছে পেয়ে এলাকার রাস্তা সংস্কারের দাবি জানান গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। তাই মন্ত্রী গ্রামে যাওয়ায় তাঁকে রাস্তা সংস্কারের দাবি জানান। ৬ মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।
গ্রামে ঘোরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন বলেন, “সব জায়গাতেই আমরা যাচ্ছি। সেই রকম আমবাড়িতেও এসেছি। বুথ করে করে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে। সব প্রান্তেই নেতা ও কর্মীরা যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে খুব একটা অভিযোগ শুনতে পাইনি। রাস্তার একটা অভিযোগ রয়েছে। সেটা বলেছি করে দেব। এছাড়া পঞ্চায়েত বা কোনও নেতা-মন্ত্রী অথবা সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ পাইনি। শুধু রাস্তার কথাই সবাই বলেছেন। সেটা শুধু করে দেব।”
এদিকে গত শনিবার রাত থেকে দফায় দফায় তৃণমূলবিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল আমবাড়ি বাজার এলাকা। সংঘর্ষের ঘটনায় তৃণমূলের দুই কর্মী যেমন জখম হন। পাশাপাশি বিজেপি মণ্ডল সভাপতির বাড়িও ভাঙচুর করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার আমবাড়ি সংলগ্ন দ্বিতীয় খণ্ড ভাংনী গ্রামে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওই গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন। তবে প্রত্যেকের মুখেই একটি দাবি ছিল। আমবাড়ি বাজার থেকে দ্বিতীয় খণ্ড গ্রামের প্রধান সড়কটি বেহাল দীর্ঘদিন ধরে। সংস্কারের দাবি জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাই হাতের সামনে মন্ত্রীকে পেয়ে রাস্তা সংস্কারের দাবি জানান তাঁরা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ