ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে রাজ্যে। আর তার জন্য আগে থেকেই তৎপর রাজ্য সরকার। পরীক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এমনকী, হেল্পলাইন নম্বরও চালু করেছে পর্ষদ।

হাইলাইটস
- ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে রাজ্যে
- পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য
- পরীক্ষার্থীদের জন্য হাবড়া বাস ডিপো থেকে বেশ কিছু রুটে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে
হাবড়া ডিপো থেকে একাধিক রুটে বেশি বাস চালানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের
- D2: হাবড়া থেকে নৈহাটি পর্যন্ত সারাদিনে ২০টি বাস চলবে
- E36A SPECIAL: হাবড়া থেকে সেক্টর ফাইভ হয়ে পার্ক সার্কাস যাবে ছয়টি বাস
- E76: হাবড়া থেকে জাগুলী হয়ে কল্যাণী পর্যন্ত সারা দিনে চারটি বাস চলবে
- হাবড়া-বারাসত স্পেশ্যাল চলবে তিনটি
টেট পরীক্ষা সুষ্ঠু করতে একাধিক পদক্ষেপ রাজ্যের
টেট পরীক্ষা সুষ্ঠুভাবে করতে বদ্ধ পরিকর রাজ্য। আর তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন চালু করেছে রাজ্য। পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে কোনও অসুবিধা হলে ওই হেল্পলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার দিন প্রতিটি সেন্টারে ১৪৪ ধারা জারি থাকবে। এমনকী, বন্ধ রাখতে হবে জেরক্সের দোকানও। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে এক্সটেনশন অফিসার পর্যায়ের আধিকারিকরা থাকবেন। লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। মোবাইল ফোন, ব্লুটুথ বা কোনওরকমে ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। পর্যাপ্ত পানীয় জল ও শৌচাগারের জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। এছাড়া কোনও পরীক্ষার্থীর যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এর পাশাপাশি আরও একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে পরীক্ষার জন্য।
দুপুর ১২ টা থেকে শুরু হয়ে আড়াইটে অবধি চলবে পরীক্ষা। সকাল সাড়ে ৯টা থেকে হলে প্রবেশ করা যাবে। ১১ টার পর আর ঢোকা যাবে না পরীক্ষা কেন্দ্রে। প্রার্থীরা টেস্ট আউটলেট/ওএমআর হাতে পাবেন পৌনে ১২ টায়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ