West Bengal Weather Forecast: দিঘার তাপমাত্রা ছুঁয়েছে জলপাইগুড়িকে, সপ্তাহান্তে পারদ ঊর্ধ্বমুখী কলকাতায় – west bengal winter update kolkata temperature raised but some district temperature dropped a little


Winter Update of Kolkata চলতি মরশুমের শীতলতম দিনের পরই ছন্দপতন। ফের লাফিয়ে বাড়ল তাপমাত্রা। ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ ডিগ্রি থেকে তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ফের পৌঁছে গিয়েছে ১৮ ডিগ্রিতে। সকাল থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ফের কমছে শীত শীত ভাব। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অবধি দুই বঙ্গেই এমনই থাকবে পরিস্থিতি। মঙ্গলবারের পর হাওয়া বদলের সম্ভাবনা এরাজ্যে।

উইকএন্ডে এসে জমিয়ে শীত শীত ভাব উপভোগ করার পরিকল্পনায় সেগুড়ে বালি। সপ্তাহ শেষে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পারা পতনের তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ফের একবার মন খারাপ শীতপ্রিয় বাঙালির। কিন্তু কবে পড়বে জমিয়ে ঠান্ডা? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কোনও জলীয় বাষ্পের বাধা এখনও পর্যন্ত বঙ্গে নেই। তাই উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে শীতল হাওয়ার অবাধ প্রবেশ বহাল। তবে ১০ এবং খুব ১১ ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। তবে মঙ্গলবারের পর থেকে ফের কমতে পারে তাপমাত্রা। কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও কড়া শীত মুখ দেখাবে কিনা তা নিয়ে সন্দিহান হাওয়া অফিসও।

Kolkata Tourist Places: এক টিকিটেই নিক্কো থেকে ইকো পার্ক! বড়দিনের আগে বড় উপহার মন্ত্রী বাবুলের

কলকাতায় কেমন থাকবে ঠান্ডা?

গত রবিবার শহরের তাপমাত্রা নেমেছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। তার থেকেও কমে শুক্রবার কলকাতার তাপমাত্রা দাঁড়া. ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণেও হেরফের রয়েছে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ এদিন থাকতে পারে ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা।

কোন জেলায় কত তাপমাত্রা?

কলকাতায় সহ গোটা রাজ্যেই তাপমাত্রার তারতম্য ঘটেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল-

আসানসোল- ১০.২ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১৪.২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ১২.৭ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১২.১ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং- ৭.৬ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৬.২ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১৪.০ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ১২.১ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৭.১ ডিগ্রি সেলসিয়াস

Arijit Singh : বিতর্কের মধ্যেই ফের লাখ লাখ টাকার শো, চর্চায় অরিজিৎ সিংয়ের বড়দিনের কনসার্ট

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *