Bardhaman News : নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে উদ্দাম নাচ অধ্যক্ষের! শুরু বিতর্ক – principal dance with students in freshman welcome ceremony at memari college


West Bengal News কলেজের নবীনবরণ (Freshman Welcome) অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে অধ্যক্ষ (Principal) উদ্দাম নাচে গা ভাসালেন! আর মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে৷ এরপরই শুরু হয় বিতর্ক। পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারি কলেজের (Memory College) ঘটনা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল৷ এই ঘটনায় কোনও খারাপ কিছু আছে, এমনটা মনে করেন না বলেই জানান কলেজের অধ্যক্ষ৷ যদিও রাজ্যের শাসকদলকে একহাত নেয় স্থানীয় BJP নেতৃত্ব৷ যদিও তৃণমূলের তরফেও অধ্যক্ষের পাশে দাঁড়ান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র৷

Trinamool Congress : উর্দি পরে তৃণমূলের অনুষ্ঠানে, শোকজ করা হল বর্ধমানের ট্রাফিক ওসিকে
বৃহস্পতিবার মেমারি কলেজে (Memari College) নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচের সেই ছবিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় দেখা যায়, নবীনবরণ অনুষ্ঠানেই ছাত্রদের সঙ্গে কলেজের অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তীকে হাত উঠিয়ে গানের তালে তালে নাচতে দেখা যায়। যদিও ছাত্রদের সঙ্গে নাচ করা নিয়ে খোলামেলা বক্তব্য কলেজ অধ্যক্ষ দেবাশিস চক্রবর্তীর। তিনি বলেন, “আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্স চালিয়ে নাচ হচ্ছিল৷ আমরা বসেছিলাম৷ এক অধ্যপিকা স্টেজে গান করতে ওঠেন, সেই সময় ছাত্ররা আবদার করে স্টেজে উঠে ওদের সঙ্গে নাচতে এবং আমার হাত ধরে নিয়ে যায়৷ ওরাই আমার হাত ধরে নাচতে থাকে৷ এরপরই আমি চলে এসেছি৷ এটা এমন কোনও ব্যাপার নয়৷”

Mangalore Engineering College Video : কলেজ অনুষ্ঠানে ছাত্রদের বোরখা পরে নাচ! বিতর্ক শুরু হতেই বরখাস্ত ৪ ছাত্র
তাঁর দাবি, ছাত্রছাত্রীদের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করা যায়, তাহলে তাঁদের নিয়ন্ত্রণ করা সম্ভব৷ গতকাল ওদের সঙ্গে না গেলে এত ছাত্রকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না বলেই দাবি করেন৷ তাঁর আরও দাবি, এখন এত রোগ, হৃদরোগে মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে নাচ-গানের মধ্য দিয়েই সবাই সুস্থ থাকতে পারবে৷
যদিও BJP-র বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন, “নবীনবরণ অনুষ্ঠানে উদ্দাম নাচ হওয়াই উচিত নয়৷ বর্তমানে শিক্ষাক্ষেত্রে শিক্ষা ছাড়া বাকি সবই হচ্ছে। ফলে এটা নতুন কিছু নয়। যে রাজ্যে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়, সেখানে এর থেকে বেশি আর কী আসা করা যায়। বর্তমানে শিক্ষাক্ষেত্রে গুরু শিষ্য পরম্পরা নেই বললেই চলে।”

Trinamool Congress : বস্ত্র বিতরণের টোকেন বিলিকে কেন্দ্র করে পার্টি অফিস ভাঙচুর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান
যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র প্রসেনজিৎ দাস অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে বলেন, “এর মধ্যে খারাপ কিছু তো দেখতে পাইনি৷ ছাত্রদের আনন্দে অধ্যক্ষ সামিল হয়েছেন৷ উনি হয়তো ছাত্রদের আনন্দে গা ভাসিয়েছেন, তাতে অন্যায় কিছু দেখছি না৷ BJP-র অভিযোগ করাটাই কাজ তাই অভিযোগ করছে। একই নাচ বিরোধী দলনেতা যখন নাচেন, তখন কিছু বলেন না৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *