
চলতি বছর ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল (Primary School) থেকে পাশ করবে বহু পড়ুয়া। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে হবে তাঁদের। তবে এখনও শিক্ষা দফতরের পক্ষ থেকে মাধ্যমিক স্তরের ইংরেজি মাধ্যমে ছেলেদের পঠন- পাঠন শুরু হয়নি। বর্তমানে মালদায় একটি সরকারি গার্লস হাই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়। তবে ছেলেদের জন্য কোনও স্কুল নেই।
শিক্ষা দফতরের (Education Department) উদ্যোগে মালদা (Malda) শহরে তিনটি প্রাথমিক স্কুল (Primary School) ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু হয় ২০১৯ শিক্ষাবর্ষ থেকে। মালদার শিবানী অ্যাকাডেমি, মকদমপুর প্রাথমিক স্কুল ও প্রান্তপল্লী প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম চালু হয়। তবে সেই সময় শুধু মাত্র মালদা (Malda) শহরের একটি উচ্চ মাধ্যমিক গার্লস স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ানো চালু হয়। ছেলেদের কোনও পঠন-পাঠন স্কুলে চালু হয়নি। এতেই সমস্যায় পড়েছে পড়ুয়ারা। প্রথম শ্রেণির থেকে ইংরেজি মাধ্যমে পড়ে এসেছে প্রত্যেকেই। এখন হঠাৎ করে বাংলা মাধ্যমে পড়তে সমস্যা হবে বলে মত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদেরও।
জেলা প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, তিনটি স্কুল মিলিয়ে মোট ১১০ জন পড়ুয়া রয়েছে। তাদের মধ্যে পঞ্চাশের বেশি ছেলে রয়েছে। তাদের ভর্তি নিয়েই সমস্যা বেশি। বিগত কয়েক বছর ধরেই শুধুমাত্র কলকাতা নয়, একাধিক জেলার বিভিন্ন শহরেও ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলে-মেয়েদের পড়ানোর ঝোঁক বাড়ছে অভিভাবকদের। ফলে বাংলা মাধ্যমের স্কুলগুলি ছাত্র- ছাত্রীর অভাব পড়ছে কয়েক বছর ধরেই। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদে সরকারি স্কুলে প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম চালু করতে উদ্যোগী হয় রাজ্য সরকার। শিক্ষা দফতরের (Education Department) খবর অনুযায়ী প্রথমে সরকারি স্কুল দিয়ে শুরু হয়। ধীরে ধীরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালু করার চেষ্টা শুরু হয়। কিন্তু বাধ সাধে পর্যাপ্ত পরিকাঠামো এবং উপযুক্ত শিক্ষকের অভাব। ঢাক পিটিয়ে ইংরেজি মাধ্যমে পড়াশুনা চালু হলেও নেই সেই ব্যাবস্থা। তাহলে কী ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের ভবিষ্যত সংকটের মধ্যে পড়ছে, উঠছে প্রশ্ন।
