poulomi.nath | EiSamay.Com | Updated: 11 Dec 2022, 8:02 pm
শনিবার রাতে বলিউডের অন্যতম সফল প্রযোজক অমৃত পাল সিংয়ের (Amrit Pal Singh) জন্মদিনে হাজির হয়েছিলেন বলিউডের হুজ হু। এসেছিলেন হট অ্যান্ড বোল্ড নোরা ফতেহিও। তবে এদিন চমক ছিল অন্যত্র। এদিন মার্সিডিজ চালিয়ে নিজেই এসেছিলেন নোরা (Nora Fatehi)। আমাদের নজরে পড়তেই গাড়ি থামিয়ে স্টিয়ারিংয়ে বসেই পোজ দিলেন। আবার এক খুদে ফ্যান এগিয়ে আসতে, গাড়ির কাচ নামিয়ে তাকে আদরও করলেন। নোরার এমন ভিডিয়ো আগে দেখেছেন?