
poulomi.nath | EiSamay.Com | Updated: 11 Dec 2022, 9:06 pm
রবিবার সকালে মুম্বই ফিরলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। এয়ারপোর্টে তাঁকে দেখতে পেয়েই ছেঁকে ধরলেন ফ্যানরা। ফ্যানদের ছবি আর সেলফির আবদার হাসি মুখে মেটালেন নায়িকা। ব্ল্যাক অ্যাথলেজারে নজর কাড়ছিলেন পরিণীতি। কিন্তু পার্কিং লটে পৌঁছে এ কী হল! গাড়ি তাঁর জন্য দরজার কাছে অপেক্ষায় ছিল না। বরং পরি নিজেই দৌঁড়ে গিয়ে গাড়িতে উঠলেন। এমনটা কোনও স্টারকে কখনও করতে দেখেছেন বলুন?
