Partha Chatterjee : ‘টেট পরীক্ষার্থীদের জানাই আমার শুভেচ্ছা’, পার্থর ছবি দিয়ে রবিবাসরীয় ফাজলামি বাঙালির – partha chatterjee name was mentioned in a highly circulated post ahead of tet examination


বাঙালি বরাবর সৃজনশীল। গান, আড্ডা এমনকী ‘ল্যাদ’-সবক্ষেত্রেই রয়েছে ‘সিগনেচার স্টাইল’। কিন্তু, রসিকতাতেও বাঙালির জুড়ি মেলা ভার। রবিবার অনুষ্ঠিত হয়েছে TET পরীক্ষা। লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। কিন্তু, পরীক্ষার আগে সোশাল মিডিয়াজুড়ে দাপিয়ে বেড়িয়েছে একটি ‘মিম’। যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে নীচে লেখা, “সমস্ত টেট পরীক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা”। হু হু করে বিভিন্ন পেজ এবং সোশাল মিডিয়াতেও শেয়ার হয় এই মিম। নেহাত রসিকতার ছলেই ‘সুক্ষ্ম খোঁচা’ দিয়েছে ট্রোল ব্রিগেড, তা স্পষ্ট।

WB Primary TET 2022: ‘টেট বানচালের চেষ্টা, ভুয়ো প্রশ্নপত্র ছড়ানো হয়’, বিরোধীদের দিকে অভিযোগের আঙুল শিক্ষামন্ত্রীর
উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দলের যাবতীয় পদ থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। পাশাপাশি মন্ত্রিসভা থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ হিসেবে নাম উঠে আসা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতা দাবি করেছিলেন, এই টাকা তাঁর নয়। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। বিষয়টি বিচারাধীন। বর্তমানে সংশোধনাগারে রয়েছেন পার্থ এবং অর্পিতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি করেছিলেন তিনি ‘নির্দোষ’।

Partha Chatterjee

এই মিম ঘিরেই সোশাল মিডিয়ায় শোরগোল

TET Exam : ‘পরীক্ষা ভালো হয়েছে, সমস্যা হয়নি…’, টেট দিয়ে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ভাইরাল অ্যাডমিট কার্ডের যুবকের
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়, আদালতে যদি কেউ দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে দল তাঁকে বাঁচাবে না। আইন আইনের পথে চলবে। এদিকে রবিবার পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হয়েছে TET পরীক্ষা। লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। প্রশ্নপত্রে তাঁরা খুশি। কিছু বিক্ষিপ্ত ঘটনা চোখে পড়লেও মোটের উপর সার্বিক চিত্রটা স্বস্তিদায়ক। রাজ্যের শিক্ষমন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। প্রশ্নপত্র যাতে কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল প্রশাসনের তরফে। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে ছিল কড়া নিরাপত্তা। কোনও ডিজিটাল ঘড়ি বা ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ১১টার সময় পরীক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়া নিয়ে কিছু অভিযোগ উঠেছিল। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে TET পরীক্ষা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *