TET 2022: বিশেষ পরিস্থিতিতে ১১টার পরও ঢোকা যাবে পরীক্ষা কেন্দ্রে, নির্দেশ জারি পূর্ব মেদিনীপুরে – primary tet 2022 applicant will be allowed after 11 am on special ground say purba medinipur dpsc


Primary TET 2022 Guideline ছয় বছর পর প্রাথমিক টেট। পর্ষদের দেওয়া গাইডলাইন অনুযায়ী ১১ টার সময় বন্ধ হয়ে যাবে পরীক্ষা কেন্দ্রের গেট। আর কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু সকাল থেকেই একাধিক জেলায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বিভিন্ন সমস্যায় পড়তে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের। সেই কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুরে মানবিক সিদ্ধান্ত। পূর্ব মেদিনীপুর ডিপিএসসির তরফে জানানো হয়েছে পরিস্থিতি বুঝে সেরকম হলে ১১টার পরও কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

TET 2022: ইন্টারনেট বন্ধ থেকে সিসিটিভি নজরদারি, টেট নিয়ে অগ্নিপরীক্ষায় পর্ষদ থেকে নবান্ন

ছয় বছর পর টেট পরীক্ষা। প্রায় সাত লাখ পরীক্ষার্থী এদিনের পরীক্ষায় আবেদনকারী। ছয় বছর বাদে পরীক্ষা নিয়ে অনেক আশা নিয়ে পরীক্ষার হলে। সেই কথা মাথায় রেখে রাস্তায় জ্যাম বা অন্য কোনও বাধা বিপত্তি যাতে স্বপ্নে ছেদ না ঘটায় তার জন্য বড় সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর প্রশাসনের। তবে শুধু পূর্ব মেদিনীপুরেই নয় বিভিন্ন জেলা সহ শহর কলকাতাতেও পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তাদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই নিয়েও অভিভাবকদের মধ্যে দ্বৈত মত দেখা যায়। দেরিতে আসা প্রার্থীরা দাবি করেন কোনও নির্দিষ্ট সময় বলা ছিল না অ্যাডমিটে। যদিও শনিবার সাংবাদিক বৈঠকে ১১টায় গেট বন্ধের বিষয়টি স্পষ্ট করে দেয় পর্ষদ সভাপতি।

বিভিন্ন কেন্দ্রে পর্ষদের অনুমতি সাপেক্ষে ঢুকতে দেওয়া হলেও কলকাতার হিন্দু স্কুল সহ জেলার একাধিক স্কুলে দেখা গেল ১১টার পরে পৌঁছলে অনেক কাকুতি মিনতিতেও ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা কেন্দ্রে। পর্ষদ সূত্রে খবর, বেলা ১১টার মধ্যে যদি কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারে সে ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে পরীক্ষাকেন্দ্রে অনুমতি দিতে হবে সেন্টার ইনচার্জকে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা)-এ পরীক্ষা কেন্দ্রের গেট ধরে লুটিয়ে পড়ল এক পরীক্ষার্থী। দায়িত্বে থাকা পুলিশের পা ধরে কাকুতি মিনতি করার পরেও মিলল না সাড়া। প্রায় ৩০ মিনিট কান্নাকাটির পর ফিরে যেতে হল পরীক্ষার্থীকে। একই ছবি গড়বেতাতেও। গরবেতার ব্যানার্জিডাঙ্গা হাইস্কুলেও ১১ টার পরে পরীক্ষা কেন্দ্রে দেরিতে আসায় ঢুকতে দেওয়া হয়নি দুজন পরীক্ষার্থীকে।

TET 2022: বহরমপুরে ব্যাপক যানজটে টেট পরীক্ষার্থীরা, ছয় জেলায় বন্ধ ইন্টারনেট

পর্ষদের নির্দেশ মেনে টেট পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরিচয় পত্র, আবেদনের সময় আপলোড করা ছবির কপি দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে পাশাপাশি বায়মেট্রিক ও আইডি কার্ড যাচাই করা হচ্ছে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলে চেকিং। ইলেকট্রনিক গ্যাজেট ব্লু টুথ ,ইয়ার ফোন, ক্যামেরা, ডিজিটাল ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বারোটা থেকে শুরু হয় পরীক্ষা। তার জেরে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা কেন্দ্র আশপাশের সব জেরক্সের দোকান বন্ধ রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *