West Bengal TET Exam 2022: পরীক্ষার মাঝেই দেড় মাসের শিশুকে স্তন্যপানের সুযোগ, ডোমজুড়ের রুহিনার জন্য বিশেষ ব্যবস্থা স্যারদের – howrah uluberia tet candidate went to give the examination with her one and half month child


পাঁচ বছর পর অনুষ্ঠিত হল TET। দেড় মাসের সন্তান নিয়েই পরীক্ষা দিতে গিয়েছিলেন হাওড়ার ডোমজুড়ের রুহিনা মোল্লা। তাঁকে এক ঘণ্টা পর শিশুকে দুধ খাওয়ার অনুমতি দেওয়া হয়।

 

WB TET 2022

পরীক্ষাকেন্দ্রের বাইরে রুহিনা

হাইলাইটস

  • পাঁচ বছর পর TET পরীক্ষা।
  • আর সেই কারণে কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাননি হাওড়ার ডোমজুড়ের করোলার বধূ রুহিনা মোল্লা।
  • দেড় মাসের শিশুকে কোলে নিয়েই রবিবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন উলুবেড়িয়া কলেজের পরীক্ষা কেন্দ্রে।
‘সুবর্ণ সুযোগ!’ পাঁচ বছর পর TET পরীক্ষা। আর সেই কারণে কোনভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাননি হাওড়ার ডোমজুড়ের করোলার বধূ রুহিনা মোল্লা। দেড় মাসের শিশুকে কোলে নিয়েই রবিবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন উলুবেড়িয়া কলেজের পরীক্ষাকেন্দ্রে। বাবা ও বোনের হাতে একরত্তিকে দিয়ে তিনি প্রবেশ করেন পরীক্ষাকেন্দ্রে। দীর্ঘ কয়েক বছর ধরে TET পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন রুহিনা মোল্লা। ডোমজুড়ের করোলার বাসিন্দা রুহিনা জানান, TET পরীক্ষার জন্য প্রস্তুতি ছিল। কিন্তু, তা্ঁর শিশু একেবারেই ছোট ছিল। কিন্তু, এই পরীক্ষায় সফল হওয়া তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। রবিবার বোন তুহিনা মল্লিক এবং বাবা খোকন মল্লিককে সঙ্গে নিয়ে উলুবেড়িয়া কলেজে হাজির হয়েছিলেন তিনি। এদিন রুহিনা পরীক্ষা হলে প্রবেশ করার পর বোন তুহিনা মল্লিক ছোট শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন।

TET Question Paper : পাঁচ বছর পর TET, কেমন হল প্রশ্নপত্র? জবাব পরীক্ষার্থীদের
এদিকে ছোট শিশুটি যাতে মাতৃদুগ্ধ পান করতে পারে সেজন্য পরিবারের তরফে একঘণ্টা পর শিশুটিকে মায়ের কাছে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়। পর্যবেক্ষকের উপস্থিতিতে শুধুমাত্র শিশুটিকে মায়ের কাছে দুধ পানের জন্য নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই প্রসঙ্গে উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস শীল বলেন, “মায়ের আবেদন অনুযায়ী, একঘণ্টা পর একটি আলাদা ঘরে যাতে শিশুটিকে মা দুধ খাওয়াতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। মহিলা পর্যবেক্ষকের সামনেই এই ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী, একজন পরিবারের সদস্য শিশুকে মায়ের কাছে নিয়ে আসে। তাকে দুধ খাওয়ানো হয়ে গেল পরীক্ষাকেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়।”

WB TET Exam 2022: লেটার মার্কস পেয়ে পাশ প্রশাসন, রাজ্যে নির্বিঘ্নে মিটল টেট পরীক্ষা
শিশু সন্তানকে কোলে নিয়ে রুহিনার এই ‘লড়াই চালিয়ে যাওয়ার মনোভাব’-কে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। ডোমজুড়ের এই বধূ জানান, তিনি নিজের পায়ে দাঁড়াতে চান এবং পরিবারের পাশে থাকতে চান। পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল TET পরীক্ষা। এদিন সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলি নিরাপত্তার চাদরে মোড়া হয়েছিল। যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয় সেজন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল উদ্যোগ। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “নির্বিঘ্নেই পরীক্ষা শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও সার্বিকভাবে রাজ্যে নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে খুশি পরীক্ষার্থীরা।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *